নিয়োগ দুর্নীতি মামলা হোক বা রেশন দুর্নীতি মামলা, একে একে জেল থেকে মুক্তি পেয়েছেন একাধিক হেভিওয়েট নেতা। সম্প্রতি গরু পাচার মামলাতেও তিহাড়-মুক্তি হয়েছে আরেক হেভিওয়েট নেতা অনুব্রত মণ্ডলের। তাহলে কি এবার জামিন পাবেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও? পুজোর ছুটির আগেই মিলতে পারে সেই প্রশ্নের জবাব। শুক্রবার কলকাতা হাইকোর্টে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলার শুনানি চলাকালীন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আদালত চেষ্টা করবে পুজোর লম্বা ছুটির আগেই জামিনের মামলার নিষ্পত্তি করতে।’ আগামী ৩ অক্টোবর দুপুর ১টায় ফের এই মামলার শুনানি হবে হাইকোর্টে।
২০২১ সালের জুলাই মাসে নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। তারপর থেকেই জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী। অনেকদিন ধরেই টানা অসুস্থতা সহ একাধিক যুক্তিতে জামিনের আর্জি জানিয়ে এসেছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শুক্রবার ফের হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চে পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আর্জির মামলার শুনানি হয়। পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের বিরোধিতায় আদালতে লিখিত কোনও যুক্তি দিতে পারেনি সিবিআই। আগামী ১ অক্টোবরের মধ্যে সিবিআইকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ।
এর আগে প্রভাবশালী তত্ত্বেই বারবার আদালতে পার্থর জামিনের বিরোধিতা করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এদিন হাইকোর্টে শুনানি চলাকালীন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী দাবি করেন, ‘প্রাক্তন শিক্ষামন্ত্রীকে আর প্রভাবশালী বলা চলে না। মণীশ সিসোদিয়া, অরবিন্দ কেজরিওয়াল, অনুব্রত মণ্ডল, পি চিদম্বরম মামলায় প্রভাবশালী তকমার যুক্তির ব্যাখ্যা দিয়েছে সুপ্রিম কোর্ট। পার্থ চট্টোপাধ্যায় এখন আর মন্ত্রী নন। একজন মানুষও এখন পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে নেই বলে আমার মনে হয়। তাহলে পার্থ চট্টোপাধ্যায় কীভাবে প্রভাবশালী হলেন?’
সম্প্রতি নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য জামিনে মুক্ত হন। তার আগে জামিন পান তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাও। এরপর গরু পাচার মামলায় জামিন পান অনুব্রত মণ্ডল। সেই থেকেই প্রশ্ন উঠতে থাকে, এবার কি তবে পার্থ চট্টোপাধ্যায়ের পালা? তার উত্তর অবশ্য মিলবে আগামী ৩ অক্টোবর। সেদিনই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ পার্থের জামিন বিষয়ক মামলার রায় দিতে পারে বলে জানা গিয়েছে।