করােনা ঠেকাতে রাজ্যে ১৬ মে থেকে কড়া বিধিনিষেধ জারি রয়েছে। তার ফলেই সংক্রমণ ধীরে ধীরে কমছে। বাড়ছে সুস্থতার সংখ্যা। দীর্ঘ ৩৫ দিন পর মৃতের সংখ্যা ১০০-র নীচে নামল। মঙ্গলবার রাজ্য স্বাস্থ্য দফতর যে বুলেটিন প্রকাশ করেছে, তাতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করােনায় আক্রান্ত হয়েছেন ৫৪২৭ জন।
এর মধ্যে শহর কলকাতায় একদিনে আক্রান্ত ৫২৮ জন। কয়েকদিন আগেও কলকাতায় দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৩ হাজারেরও বেশি। যদিও এদিন সংক্রমণের নিরিখে এগিয়ে সেই উত্তর ২৪ পরগনা। একদিনে এখানে ১১০৯ জন আক্রান্ত হয়েছেন।
দক্ষিণ ২৪ পরগনায় একদিনে আক্রান্ত হয়েছেন ৩৪১ জন। হাওড়ায় ৩০২ , হুগলিতে ২৪৪ জন আত্রান্ত দার্জিলিংয়ে গত ২৪ ঘণ্টায় ২৪৮ জন আক্রান্ত হয়েছে। রাজ্যে মােট করােনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৪ লক্ষ ৩৭ হাজার ৪৬৬ জন। একদিনে করােনার বলি ৯৮ জন। এ পর্যন্ত রাজ্যে করােনায় মৃত্যু ১৬ হাজার ৪৬০ জনের।