• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

মরসুমী অসুখে ভয় না পাওয়ার পরামর্শ

করােনা আবহে যা কিছু হচ্ছে তা তকমা লেগে যাচ্ছে আর অন্য রােগাক্রান্তরা হয়রান হচ্ছেন। চিকিৎসক জয়দীপ চৌধুরী জানান,মরসুমী ইনফ্লুয়েঞ্জা হলে তার চিকিৎসা রয়েছে।

প্রতিকি ছবি (File Photo: iStock)

করােনা আবহে যা কিছু হচ্ছে তাকেই তকমা লেগে যাচ্ছে আর অন্য রােগাক্রান্তরা হয়রান হচ্ছেন। বিশিষ্ট চিকিৎসক জয়দীপ চৌধুরী জানান, মরসুমী ইনফ্লুয়েঞ্জা হলে তার চিকিৎসা রয়েছে। সেটাই সবার আগে করা জরুরি।

বিশেষত পাঁচ বছর পর্যন্ত বয়সী শিশুদের ঠাণ্ডা লাগা ও কাশি হওয়ার মতাে উপসর্গ দেখা দেয় সঙ্গে জ্বর। এছাড়া বয়স্কদেরও তা সংক্রামিত হতে পারে। কিন্তু তার যথাযথ চিকিৎসা করলে সাত দিনের মধ্যেই তা নিরাময় হতে পারে বলে তিনি মন্তব্য করেছেন। ওষুধের প্রভাবে দুর্বলতা দেখা দেয়। কোনও রকম ভয় না পেয়ে চিকিৎসা করালেই রােগ মুক্ত হওয়া নিশ্চিত।