মুর্শিদাবাদ-মালদহ বাংলাদেশে চলে যাবে! চাঞ্চল্যকর মন্তব্য অধীরের

ফাইল ছবি

বাংলাদেশ ইস্যুতে সরগরম গোটা দেশ। ওপার বাংলায় এখনও জামিন পাননি চিন্ময়কৃষ্ণ। অন্যদিকে প্রতিদিনই হুমকির মুখে পড়ছেন সংখ্যালঘু হিন্দুরা। এহেন পরিস্থিতিতে এবার বাংলাদেশ ইস্যুতে চাঞ্চল্যকর মন্তব্য করলেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা, বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীররঞ্জন চৌধুরী।

অধীর চৌধুরী বলেন, বাংলাদেশে সরকারিভাবে মৌলবাদকে মাথা চাড়া দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। তার প্রভাব পড়ছে সীমান্তের এ পাড়ে মুসলিম সংখ্যাগরিষ্ঠ জেলাগুলিতেও। এ জিনিস এখনই বন্ধ না করা গেলে আগামীদিনে এরা বাংলাতেও হাত বসাবে। মালদহ, দিনাজপুর, মুর্শিদাবাদ, চব্বিশ পরগনা-সহ এমন মুসলিম প্রধান এলাকাগুলিকে বাংলাদেশের অঙ্গ হিসেবে দাবি করবে।

কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারকে অবিলম্বে কড়া পদক্ষেপ করার আবেদন জানান কংগ্রেস নেতা। গোটা বিষয়টি নিয়ে রাজনীতি না করার আবেদনও জানান তিনি। দেশ এবং পশ্চিমবঙ্গকে বাঁচাতে দ্রুত পদক্ষেপের আবেদন জানান প্রাক্তন সাংসদ। সংবাদমাধ্যমে একাংশের বিরুদ্ধে তাঁর বক্তব্যকে বিকৃত করার অভিযোগও তুলেছেন অধীর চৌধুরী।


অধীরের কথায়, আমি বলেছিলাম, বাংলাদেশের মৌলবাদীরা যদি প্রশ্রয় পায়, ক্ষমতার স্বাদ পায় তাহলে পশ্চিমবঙ্গের দিকে হাত বাড়াবে। বাংলার মুর্শিদাবাদ, মালদহ, দিনাজপুরে মুসলিমরা সংখ্যাগুরু। মুর্শিদাবাদে ৭০ শতাংশ মুসলিম বসবাস করে। এরা আগামী দিনে এই এলাকাগুলোকে বাংলাদেশের অতিরিক্ত অংশ হিসেবে দাবি করবে।

ইরাক-সিরিয়া প্রসঙ্গও তুলে আনেন অধীর। অধীর বলেন, আমি একথা বলছি, কারণ রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে ইরাক, সিরিয়ার জন্ম নিয়েছিল আইএস। তাঁদের লক্ষ্য সাম্রাজ্য বাড়ানো। তাঁরা খালিফ বলে দাবি করছে। অথচ ইসলামে এমন কোনও কথা বলা নেই। এটা মৌলবাদের চরিত্র। মৌলবাদীদের এখনই রোখা না গেলে এরা এখন যেমন উত্তর-পূর্ব নিয়ে দাবি করছে, আগামী দিনে বাংলারও মুসলিম সংখ্যাগরিষ্ঠ জেলাগুলিকে বাংলাদেশের অঙ্গ হিসেবে দাবি করবে।