মুর্শিদাবাদে শান্তিশৃঙ্খলা ফেরানোর পথে অন্যতম বাধা হয়ে দাঁড়িয়েছে গুজব। সোমবার সাংবাদিক সম্মেলন করে এই নিয়ে রাজ্যবাসীকে সতর্ক করেছেন এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিম। এ দিন দুপুরে তিনি জানিয়েছেন, গত ৩৬ ঘণ্টায় মুর্শিদাবাদে কোনও অশান্তির ঘটনা ঘটেনি। যে সব এলাকায় অশান্তি ছড়িয়েছিল, সেখানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এলাকার দোকানপাটও খুলতে শুরু করেছে। তবে কোনওরকম গুজবে কান না দেওয়ার অনুরোধ জানিয়েছেন জাভেদ। তাঁর দাবি, অন্য রাজ্য থেকেও গুজব ছড়ানো হচ্ছে। বর্তমানে মুর্শিদাবাদে রয়েছেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। তিনিও কোনও গুজবে কান না দেওয়ার জন্য সাধারণ মানুষের কাছে অনুরোধ করেছেন।
ওয়াকফ সংশোধী আইন বাতিলের দাবিতে গত কয়েকদিন ধরে উত্তপ্ত মুর্শিদাবাদের একাধিক এলাকা। শনিবার কলকাতা হাইকোর্টের নির্দেশে এলাকায় মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। পুলিস ও কেন্দ্রীয় বাহিনীর যৌথ উদ্যোগে চলছে রুটমার্চ। অশান্তির আবহে সামশেরগঞ্জ, ধুলিয়ান ও সুতি এলাকার অনেক বাসিন্দায় গঙ্গা পেরিয়ে মালদহের বৈষ্ণবনগরে আশ্রয় নিয়েছেন। যদিও এ দিন জাভেদ শামিম জানিয়েছেন, মুর্শিদাবাদের পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক থাকায় ইতিমধ্যেই ঘরছাড়া মানুষজন ঘরে ফিরতে শুরু করেছেন। আস্থা ফিরিয়ে আনতে পারলে সকলকে বাড়িতে ফেরানো সম্ভব হবে। তবে সবার আগে গুজব বন্ধ করা জরুরি।
সোমবার দুপুর পর্যন্ত অশান্তি ছড়ানোর অভিযোগে ২০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে, জানিয়েছেন এডিজি আইনশৃঙ্খলা। তাঁর আরও দাবি, ঘটনা সম্পর্কে কিছু না জেনেই বাইরের রাজ্য থেকে গুজব ছড়ানো হচ্ছে। সেই কারণে স্পর্শকাতর এলাকাগুলিতে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হচ্ছে। জেলায় শান্তিশৃঙ্খলা ফেরাতে স্থানীয়দের ভূমিকার কথা মনে করিয়ে দিয়েছেন জাভেদ। তাঁর হুঁশিয়ারি, যাঁরা গুজব ছড়াচ্ছেন বা অপরাধ করছেন তাঁদের সকলকে শাস্তি দেওয়া হবে। প্রয়োজন পড়লে পাতাল খুঁড়ে অপরাধীদের নিয়ে আসা হবে। কাউকে রেয়াত করা হবে না। এরকম অশান্তির ঘটনা যাতে আর না ঘটে সেই প্রচেষ্টা চালাচ্ছে পুলিস।