• facebook
  • twitter
Wednesday, 23 April, 2025

স্কুলে গরমের ছুটি এগোলেও হবে অতিরিক্ত ক্লাস, জানাল শিক্ষাদপ্তর

দার্জিলিং ও কালিম্পঙ জেলায় গরমের ছুটির এই নির্দেশিকা কার্যকর হবে না।

ফাইল চিত্র

প্রবল গরম, তাপপ্রবাহ পরিস্থিতির দিকে নজর রেখেই স্কুলে গরমের ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর। পূর্বে গরমের ছুটি এগিয়ে আনার কথা বলেছিলেন খোদ মুখ্যমন্ত্রীই। সেই মতো, আগামী ৩০ এপ্রিল থেকে রাজ্য সরকারের সমস্ত প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্কুলে গরমের ছুটি শুরু হবে। তবে ছুটির বহর বাড়লে সিলেবাস শেষ নিয়ে চিন্তায় থাকেন শিক্ষক থেকে শুরু করে পড়ুয়া ও অভিভাবকরা। এবার সেই বিষয়েও নির্দেশিকা জারি করল শিক্ষাদপ্তর।

স্কুলে গরমের ছুটি এগিয়ে আনা হলেও ছাত্রছাত্রীদের পঠনপাঠনে যাতে কোনও ক্ষতি না হয়, তার জন্য অতিরিক্ত ক্লাস করাতে হবে শিক্ষক-শিক্ষিকাদের। ছাত্রছাত্রীদের সুবিধার জন্য অতিরিক্ত ক্লাস নেওয়ার বিষয়টিও স্পষ্টভাবে বিজ্ঞপ্তিতে জানিয়েছে স্কুল শিক্ষাদপ্তর। স্কুল খুললেই সমস্ত শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীদের অতিরিক্ত ক্লাস নেওয়ার জন্য যাবতীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি নির্দেশিকায় জানানো হয়েছে, ৩০ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্কুলে গরমের ছুটি চলবে। ৩০ এপ্রিল থেকে রাজ্যের সরকারি স্কুলে গরমের ছুটি শুরু হলেও দার্জিলিং ও কালিম্পঙ জেলায় গরমের ছুটির এই নির্দেশিকা কার্যকর হবে না। উত্তরের জেলার স্কুলগুলিতে আগের নির্দেশিকাই বহাল থাকবে।

প্রসঙ্গত চৈত্রের মাঝামাঝি সময় থেকেই রোদের তেজ বেড়েছে। দিন যত এগোচ্ছে, তাপমাত্রার পারদও চড়চড় করে বাড়ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ‘প্রাথমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়গুলিতে গরমের ছুটি পড়ে যাবে আগেই। এছাড়া ১০ এপ্রিল মহাবীর জয়ন্তী। ১৪ এবং ১৫ এপ্রিল পয়লা বৈশাখের জন্য ছুটি। এছাড়া বেশ কয়েকটা রবিবার আছে। ৩০ এপ্রিলের মধ্যে বারো-তেরোদিন ছুটির মধ্যে চলে যাবে। আগে মে মাসে ছুটি পড়ত। এখন গরমটা বেশি। তাই এই সিদ্ধান্ত।’

স্কুলের গরমের ছুটির দিন নির্ধারিত হলেও স্কুল কবে খুলবে, সে বিষয়ে কোনও কিছুই নির্দেশিকায় জানানো হয়নি। স্কুল খোলার পর শিক্ষক শিক্ষিকারা যে অতিরিক্ত ক্লাস করাবেন, তা কিভাবে করবেন, শিক্ষাদপ্তরের নির্দেশিকায় সে বিষয়েও কিছুই জানানো হয়নি।