• facebook
  • twitter
Sunday, 30 March, 2025

মমতা ফিরলে হুইপ না-মানা বিধায়কদের বিরুদ্ধে পদক্ষেপ

আগামী ২৯ মার্চ তৃণমূল ভবনে একটি বৈঠক করে এ বিষয়ে আলোচনা করবে শৃঙ্খলারক্ষা কমিটি। কিন্তু ইদের কারণে সেই তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে।

ফাইল চিত্র

হুইপ অমান্য করে বাজেট অধিবেশনের শেষ দিন বিধানসভায় অনুপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের ৩০ জনের বেশি বিধায়ক। ইতিমধ্যেই সেই সকল বিধায়কদের নামের তালিকা তৈরি করে ফেলেছে তৃণমূলের পরিষদীয় দল। সম্প্রতি কোন কোন বিধায়ক আগে থেকে ছুটির আবেদন করেছিলেন এবং তাঁদের সেই আবেদন মঞ্জুর হয়েছিল কি না তা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের দপ্তরের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে। সেই তালিকা হাতে পেলেই অনুপস্থিত বিধায়কদের বিরুদ্ধে পদক্ষেপ করবে তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটি। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডন সফর সেরে রাজ্যে ফিরলে শৃঙ্খলারক্ষা কমিটি বৈঠক ডাকতে পারে। আগামী সপ্তাহের শেষের দিকে হতে পারে এই বৈঠক। এই বৈঠকে বিধায়কদের কাছ থেকে অনুপস্থিতির কারণ জানতে চাওয়া হবে।

উল্লেখ্য, বাজেট অধিবেশনের শেষ দুই দিন চারটি গুরুত্বপূর্ণ বিল পাশ হয়েছিল। সেই কারণে আগে থেকে হুইপ জারি করে দলের সব বিধায়ককে অধিবেশনে উপস্থিত থাকতে বলেছিল তৃণমূল। মুখ্যমন্ত্রী অধিবেশনে উপস্থিত থাকায় ১৯ মার্চ বিধায়কদের উপস্থিতির হার ছিল বেশ ভালোই। কিন্তু ২০ মার্চ বাজেট অধিবেশনের শেষ দিন ৩০ জনের বেশি তৃণমূল বিধায়ক অনুপস্থিত ছিলেন। এরপরই নিজের দপ্তরকে দ্রুত অনুপস্থিত বিধায়কদের তালিকা তৈরির নির্দেশ দিয়েছিলেন মুখ্য সচেতক নির্মল ঘোষ। সেই মতো তৈরি হয়ে গিয়েছে তালিকা। এখন স্পিকারের দপ্তর থেকে বিধায়কদের ছুটির আবেদন সংক্রান্ত তথ্য হাতে পেলেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

প্রথমে ঠিক হয়েছিল, আগামী ২৯ মার্চ তৃণমূল ভবনে একটি বৈঠক করে এ বিষয়ে আলোচনা করবে শৃঙ্খলারক্ষা কমিটি। কিন্তু ইদের কারণে সেই তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী সপ্তাহের শেষের দিকে এই বৈঠক হতে চলেছে। জানা গিয়েছে, এই বৈঠকে বিধায়কদের ডেকে পাঠিয়ে অনুপস্থিতির কারণ জানতে চাইবে কমিটি। এ বিষয়ে মুখ্য সচেতক নির্মল ঘোষ জানিয়েছেন, বিধায়করা দলের নির্দেশ মানবেন না, এমনটা হতে পারে না। যে সকল বিধায়ক নির্দেশ অমান্য করে অনুপস্থিত ছিলেন তাঁদের কাছ থেকে জবাব চাইবে দলের শৃঙ্খলারক্ষা কমিটি।