নিবেদিতা সেতু থেকে ছিটকে রাস্তায় ৬ যাত্রী, মৃত ৪

নিবেদিতা সেতুতে মর্মান্তিক পথ দুর্ঘটনা। বৃহস্পতিবার রাত তিনটে নাগাদ সেতুর উপর দিয়ে যাওয়ার সময় আচমকা একটি গাড়ির টায়ার ফেটে যায়। এর ফলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। সেই সময় গাড়িতে থাকা বস্তার উপরে বসা শ্রমিকরা রেলিংয়ে ধাক্কা খেয়ে প্রায় ৫০ ফুট নিচে পঞ্চানন তলা রোডে ছিটকে পড়েন বলে জানা যায়। এর ফলে মৃত্যু হয় ৪ জনের। ঘটনার তদন্ত শুরু করেছে বালি পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত ছোট গাড়িটি হাবরা থেকে হাওড়ার অঙ্কুরহাটির হাটে কাপড়ের বোঝা নিয়ে যাচ্ছিল। ছোটো ট্রাকে রেডিমেড পোশাকের অনেক বস্তা ছিল। বস্তাগুলির উপরে ব্যবসায়ীরা বসেছিলেন। হঠাৎই টায়ার ফেটে গাড়িটি ভারসাম্য হারিয়ে উল্টে যায়। সেই কারণে ছাদে থাকা শ্রমিকরা সোজা ব্রিজের রেলিং পেরিয়ে নীচে পড়ে যান।

ওই শ্রমিকদের উদ্ধার করে উত্তরপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা চারজনকে মৃত বলে ঘোষণা করেন। দু’জন জখম হয়েছেন। দুর্ঘটনায় জখম হাবরার বাণীপুরের লোকনাথ সরণির বাসিন্দা রাকেশ সাহাকে গোলাবাড়ির আইএলএস হাসপাতালে ভর্তি করানো হয়েছে। হাবরার বাণীপুরের ঝরঝরিতলার বাসিন্দা শিবম সাহাকে উত্তরপাড়া হাসপাতাল থেকে প্রথমে কলকাতা মেডিক্যাল কলেজ, সেখান থেকে আরজি কর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে বালি পুলিশ।


পুলিশ জানিয়েছে, মৃত ব্যবসায়ীদের নাম মহম্মদ কবীর আটা, কাইয়াম আট্টা, আলিল মণ্ডল এবং প্রশান্ত পাল। তাঁরা উত্তর ২৪ পরগনার অশোনগরের বাসিন্দা। কী কারণে টায়ার বিস্ফোরণ ঘটল, গাড়িটির ওভারলোডিং ছিল কি না – এসব বিষয় খতিয়ে দেখছে পুলিশ।