• facebook
  • twitter
Friday, 10 January, 2025

রাস্তার মাঝেই বিগড়ল বাস, ধাক্কায় মৃত এক, জখম তিন

শুক্রের শহরে ভয়াবহ পথ দুর্ঘটনা। ব্যস্ত রাস্তায় বাসের ব্রেক ফেল, সজোরে ধাক্কা মেরে পিষে দিল চার পথচারী মহিলাকে।

প্রতীকী চিত্র

শুক্রের শহরে ভয়াবহ পথ দুর্ঘটনা। ব্যস্ত রাস্তায় বাসের ব্রেক ফেল, সজোরে ধাক্কা মেরে পিষে দিল চার পথচারী মহিলাকে। তাদের মধ্যে ইতিমধ্যেই একজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। শুক্রবার সকালে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বড়বাজার এলাকায়।

পুলিশ সূত্রে খবর, হাওড়া স্টেশন থেকে যাত্রীবাহী বাসটি যাচ্ছিল শিয়ালদহের দিকে। ঠিক তখনই বড়বাজার এবং কলাকার স্ট্রিটের সংযোগস্থলে ব্রেক ফেল করে বাসটি। সজোরে ধাক্কা মারে রাস্তার ধারের ফুটপাথে পথচলতি মানুষের ভিড়ে। তাতেই বাসের চাকায় পিষ্ট হন চারজন মহিলা।

সূত্রের খবর, তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে একজনকে মৃত বলে ঘোষণা করা হয়। বাকি চারজনের অবস্থাও আশঙ্কাজনক বলেই জানা গিয়েছে। তবে তাঁদের নাম পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি।

পুলিশ সূত্রে খবর, বাসটি একেবারেই নতুন। কিন্তু নতুন বাসে এই ধরনের দুর্ঘটনা কীভাবে ঘটল তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। নাকি যান্ত্রিক গোলযোগ থাকা সত্ত্বেও রাস্তায় বাস নামান হয়েছিল? তা জানার চেষ্টা করছে পুলিশ। ইতিমধ্যেই চালক-সহ বাসটিকে আটক করেছে বড়বাজার থানার পুলিশ।