• facebook
  • twitter
Friday, 22 November, 2024

আদিবাসীদের অস্থি বিসর্জন ও পুণ্যস্নান

দামােদরের তীরে তেলকুপি গাইয়া ঘাটে সারি ধরুণ সমাবেশ হয়। আদিবাসী সমাজের মানুষজন ওই সমাবেশ থেকে অস্থি বিসর্জন ও পুণ্যস্নান সারে।

প্রতিকি ছবি (File Photo: iStock)

মকর সংক্রান্তি উপলক্ষ্যে এবার মহা ধুমধাম সহকারে আদিবাসী সমাজ তাদের পূণ্যস্নান ও অস্থি বিসর্জন অনুষ্ঠান সারলেন। মহা সমারােহে ওই অনুষ্ঠান হয় পূর্ব বর্ধমানের জামালপুরে। দামােদরের তীরে তেলকুপি গাইয়া ঘাটে সারি ধরুণ সমাবেশ হয়। আদিবাসী সমাজের মানুষজন ওই সমাবেশ থেকে অস্থি বিসর্জন ও পুণ্যস্নান সারে।

রাজ্যের বিভিন্ন জেলা ও রাজ্যের বাইরে থেকেও বহু মানুষ সামিল হন ওই অনুষ্ঠানে। পূণ্যস্নান সেরে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পন করেন সকলে। ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহকারি সভাধিপতি দেব টুড়, এসডিপিও আমিনুল ইসলাম, সিআই শ্যামল চক্রবর্তী।

বিডিও শুভঙ্কর মজুমদার, পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান, সহ সভাপতি দেবু হেমব্রম, পূর্ত কর্মাধ্যক্স ভূতনাথ মালিক। ছিলেন মৎস্য কর্মাধ্যক্ষ সুনীল ধরা, খাদ্য কর্মাধ্যক্ষ শ্ৰীমন্ত সাঁতরা, আদিবাসী সমাজের পক্ষে তারক টুডু, রবিন মান্ডি, শ্যামচাদ হেমব্রম সহ মাজিবাবারা। তবে কেভিডের কারেণ স্বাস্থ্যবিধি মেনেই হয় অনুষ্ঠান।