• facebook
  • twitter
Thursday, 21 November, 2024

সপ্তাহান্তে আমতলায় বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান অভিষেকের

এখানেই শেষ নয়, আগামী দিনে বাংলার সার্বিক উন্নতির লক্ষ্যে রাজ্য সরকার ও তৃণমূল কংগ্রেস কী ভাবনা-চিন্তা করছে তাও বিস্তারিত ভাবে বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে তুলে ধরতে পারেন সাংসদ।

ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফাইল চিত্র

চোখের সফল অস্ত্রোপচারের পর সুস্থ রয়েছেন তিনি, এবার রাজনীতিতে ‘কামব্যাক’-এর পালা। আর এই ‘কামব্যাক’ হবে বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানের মধ্য দিয়েই। আগামী ৯ নভেম্বর, শনিবার আমতলার দলীয় কার্যালয়ে তৃণমূল কংগ্রেস আয়োজিত বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়। লক্ষ্মী পুজোর পর থেকে রাজ্য জুড়ে তৃণমূলের তরফে শুরু হয়েছে বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান। ব্যতিক্রম হবে না ডায়মন্ড হারবার। মূলত অভিষেক-নির্দেশ মেনেই এই অনুষ্ঠানের দিনক্ষণ নির্ধারিত হয়েছে ইতিমধ্যেই। তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষের ভাষায়, ‘দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে বিজয়া সম্মিলনী পালনে নেমেছে দল।’ এবার এই সেনাপতিই নিজ গড়ে পালন করবেন বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান। সুদূর আমেরিকা থেকে কলকাতায় ফেরার পর এটিই হবে যুবরাজের প্রথম কর্মসূচি।

প্রসঙ্গত, রাজ্য-রাজনীতির নানা অভিঘাত থেকে বেরিয়ে এসে বিজয়া সম্মিলনীতে দলকে পুরোদস্তুর জনসংযোগে নামিয়েছে শাসক শিবির। স্বাভাবিক ভাবেই অভিষেক ব্যতীত রাজ্য জুড়ে চলা এই বিশেষ অনুষ্ঠান স্বয়ংসম্পূর্ণতা অর্জন করবে না। সূত্রের খবর, দলীয় নেতা-কর্মীদের শুভেচ্ছা ও কুশল বিনিময়ের পাশাপাশি বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের খতিয়ান তুলে ধরতে পারেন যুবরাজ। রাজ্য সরকারের বিরুদ্ধে বিরোধীদের ‘কুৎসা’ ও ‘চক্রান্ত’-এর তথ্য তুলে ধরে বাস্তব পরিস্থিতির ব্যাখ্যাও দিতে পারেন অভিষেক। এখানেই শেষ নয়, আগামী দিনে বাংলার সার্বিক উন্নতির লক্ষ্যে রাজ্য সরকার ও তৃণমূল কংগ্রেস কী ভাবনা-চিন্তা করছে তাও বিস্তারিত ভাবে বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে তুলে ধরতে পারেন সাংসদ।

এবারের বিজয়া সম্মিলনীর সূচি নির্ধারণ করেছিল তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের দফতর। উল্লেখ্য, চলতি মাসেই রাজ্যের ছয় কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন। নির্বাচনী প্রচারের তারকা প্রচারক হিসাবে দলীয় তালিকায় অভিষেকের স্থান দ্বিতীয়। সুতরাং, সপ্তাহন্তেই পরোক্ষ ভাবে রাজনৈতিক ময়দানে পদার্পন করছেন অভিষেক বন্দোপাধ্যায়। রাজ্য জুড়ে তৃণমূলের বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে এক নয়া ‘ট্রেন্ড’ দৃষ্টিগোচর হয়েছে এবার। প্রত্যেক অনুষ্ঠান থেকেই দলের পুরনো এবং একনিষ্ঠ কর্মীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। তবে আমতলার অনুষ্ঠানে তা হবে কি না, সেই দিকে নজর থাকবে। তবে বিজয়া সম্মিলনী অনুষ্ঠানের মাধ্যমে নিবিড় জনসংযোগ তৈরীই যে দলের একমাত্র লক্ষ্য, তা আর বলার অপেক্ষা রাখে না। সর্বোপরি এই অনুষ্ঠান থেকে অভিষেক বন্দোপাধ্যায় কি বিশেষ বার্তা দেন, সেই দিকেও নজর থাকবে।