বড়দিন খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান উৎসব হলেও আপামর বাংলার মানুষ ধর্মীয় ভেদাভেদ ভুলেই এই উৎসবে শামিল হন। বড়দিন উপলক্ষ্যে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।
পাশাপাশি এক্স-বার্তায় তিনি দিয়েছেন সর্বধর্ম সমন্বয় এবং ঐক্যের বার্তা। অভিষেক তাঁর বার্তায় লেখেন, ‘এই আনন্দের মরশুম আমাদের স্মরণ করিয়ে দেয় বৈচিত্র্যের মধ্যে একতার শক্তি এবং সম্মিলিত ভাবে থাকার গুরুত্ব।’
এরপরই অভিষেকের আরও সংযোজন, ‘আসুন আমরা সবাই হাতে হাত মিলিয়ে এমন একটি ভবিষ্যৎ গড়ে তুলি যেখানে প্রতিটি নাগরিক মূল্যায়িত হবে এবং প্রতিটি স্বপ্ন যত্ন সহকারে লালিত হবে।’ তৃণমূল সেনাপতি কেবল সমাজে শান্তি এবং সম্প্রীতির বার্তা পৌঁছে দেওয়াই নয়, পাশাপাশি এক সমৃদ্ধ ভবিষ্যৎ গঠনের আহ্বানও জানিয়েছেন।