দিল্লী নয়, অভিষেক-রুজিরাকে কলকাতাতে করতে হবে জিজ্ঞাসাবাদ, জানাল শীর্ষ আদালত

কয়লা পাচার মামলায় স্বস্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়- রুজিরা বন্দ্যোপাধ্যাযের।মঙ্গলবার সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিল, দিল্লিতে নয় এই মামলায় অভিষেক ও তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে কলকাতায় এসে জেরা করতে হবে ইডিকে।

এদিন এই অন্তর্বর্তীকালিন নির্দেশে ইডি কে জানিয়ে দিল শীর্ষ আদালত।

উল্লেখ্য, এই কয়লা পাচার মামলায় এই দু’জনকে জেরার জন্যে দিল্লীতে ডাকা হলেও জেরার মুখোমুখি হননি রুজিরা। যার পরিপ্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা রুজু করা হয়।


এর পরেই দিল্লী হাইকোর্টে আবেদন করেন অভিষেক- রুজিরা। কিন্তু আর্জি খারিজ করে ইডির সিদ্ধান্তই বহাল রাখে দিল্লী হাইকোর্ট।

এর পরে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তাঁরা। তবে আপাতত রুজিরাকে গ্রেফতার করা যাবে না বলে জানিয়ে দিল শীর্ষ আদালত।

পাশাপাশি জানিয়ে দেয়, কলকাতাতেই জিজ্ঞাসাবাদ করতে হবে তাঁদের। তবে ২৪ ঘন্টা আগে জানাতে হবে অভিষেক- রুজিরাকে। সেই কপি পাঠাতে হবে কলকাতা পুলিশ কমিশনারকেও।