• facebook
  • twitter
Thursday, 21 November, 2024

নরওয়ে যাচ্ছেন না অভিষেক

তাঁর এই সিদ্ধান্তে আলোড়ন সৃষ্টি হয়েছে তৃণমূলের অভ্যন্তরে।

অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি।

নরওয়ে সরকারের আমন্ত্রণ রক্ষা করতে অপারগ অভিষেক! দূতাবাসের ডাকে সাড়া দিয়ে যাচ্ছেন না অসলো। একটি বিশেষ সূত্র মারফত এমনটাই জানালেন তিনি।

কিছুদিন আগে ভারতে নরওয়ের সরকারি দূতাবাস থেকে জানানো হয়েছিল, লিঙ্গসাম্য এবং নারীর ক্ষমতায়নের জন্য নরওয়ে সরকারের নয়া নীতি নিয়ে আলোচনা করতে অভিষেককে ৫ দিনের জন্য আমন্ত্রণ করা হচ্ছে। ১৭ নভেম্বর থেকে ২২ নভেম্বর নরওয়ে সফরে থাকার কথা ছিল তাঁর।

নারীর ক্ষমতায়নের জন্য তৃণমূল সরকার একের পর এক পদক্ষেপ নিয়েছে ক্রমাগত। আনা হয়েছে কন্যাশ্রী, শিক্ষাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডারের মতো সমাজ সুরক্ষামূলক বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প, যা নারীদের আর্থিক স্বাধীনতা, উচ্চশিক্ষা, স্বনির্ভরতা ইত্যাদি নানা দিক সুনিশ্চিত করেছে। সম্ভবত এই সকল কারণেই নভেম্বরে নরওয়েতে হতে চলা ‘অসলো কনভেনশন’-এ ডাকা হয়েছিল অভিষেককে।

অসলো সফরে যাওয়ার এই সিদ্ধান্ত বাতিল করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রে সাংসদ। সূত্রের কাছ থেকে পাওয়া খবর অনুযায়ী জানা গিয়েছে, এই ব্যাপারে দুঃখপ্রকাশ করে তিনি তাঁর অপারগতার কথা দিল্লিতে নরওয়ে দূতাবাসকে জানিয়েও দিয়েছেন।

তাঁর এই সিদ্ধান্তে আলোড়ন সৃষ্টি হয়েছে তৃণমূলের অভ্যন্তরে। যদিও, সর্বস্তরের নেতাদের মধ্যে এই খবরটা এখনও ছড়ায়নি। এই সংবাদটি হাতে গোনা কয়েকজন শীর্ষস্তরের নেতারই গোচরে এসেছে। এই ব্যাপারে দলের মধ্যে বিক্ষোভ সৃষ্টি হতে পারে বলেও মনে করছেন কেউ কেউ।