‘মা, মাটি, মানুষের একজন সত্যিকারের চ্যাম্পিয়ন’, নুরুল ইসলামের প্রয়াণে শোকজ্ঞাপন অভিষেকের

‘মা, মাটি, মানুষের একজন সত্যিকারের চ্যাম্পিয়ন ছিলেন।’ বসিরহাটের তৃণমূল সাংসদের মৃত্যুতে শোকজ্ঞাপন করলেন তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এক্স হ্যান্ডেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বসিরহাট লোকসভার সাংসদ হাজি নুরুল ইসলামের প্রয়াণের খবর শুনে আমি গভীরভাবে দুঃখিত। তিনি মা, মাটি, মানুষের একজন সত্যিকারের চ্যাম্পিয়ন ছিলেন। তাঁর শেষ দিনগুলিতেও মানুষের সেবা এবং তাদের মঙ্গলের জন্য জীবন উৎসর্গ করেছিলেন। তাঁর পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা রইল। তাঁর আত্মার শান্তি কামনা করি।

তৃণমূল কংগ্রেসের তরফে হাজি নুরুল ইসলামের প্রয়াণে শোকপ্রকাশ করে জানানো হয়েছে, দলের দীর্ঘদিনের সদস্য এবং বসিরহাটের সাংসদ হাজি শেখ নুরুল ইসলামের প্রয়াণে আমরা শোকতপ্ত। আমরা হাজি শেখ নুরুল ইসলামের বিদেহী আত্মার শান্তি কামনা করছি। তাঁর পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনা জানাচ্ছি।


২০২৪ সালে তৃণমূলের টিকিটে দ্বিতীয়বারের জন্য বসিরহাটের সাংসদ হন নুরুল। হারান বিজেপি প্রার্থী তথা সন্দেশখালি আন্দোলনের মুখ রেখা পাত্রকে।

তৃণমূলের টিকিটে উত্তর ২৪ পরগনার হাড়োয়ার বিধায়কও ছিলেন তিনি। হাজি নুরুল ইসলাম পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটির চেয়ারম্যান হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন। ১৯৯৮ সালে তৃণমূলের জন্মলগ্ন থেকে দলের সঙ্গে যুক্ত রয়েছেন। তার আগে ভারতের জাতীয় কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন হাজি নুরুল ইসলাম।

২০২১ সালেও হাড়োয়া থেকে জয়ী হন হাজি নুরুল ইসলাম। এরপর ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ফের বসিরহাট থেকে তাঁকে টিকিট দেয় তৃণমূল কংগ্রেস। বিজেপি প্রার্থী করে সন্দেশখালির বাসিন্দা তথা প্রতিবাদী আন্দোলনের মুখ রেখা পাত্রকে। সিপিএমের টিকিটে বসিরহাটে লড়েন সন্দেশখালির প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার।

তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বসিরহাট সব গোটা উত্তর চব্বিশ পরগনা জেলায়। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে ইতিমধ্যে তাঁর বাড়িতে ভিড় জমিয়েছেন তৃণমূল কর্মী সমস্ত সহ বহু সাধারণ মানুষজন। স্ত্রী সহ চার পুত্র সন্তান তিনি রেখে গিয়েছেন।