• facebook
  • twitter
Friday, 22 November, 2024

‘রাজনীতি করার সময় পরে পাবেন’, গার্ডেনরিচ ঘটনায় শুভেন্দুকে পরামর্শ অভিষেকের

নিজস্ব প্রতিনিধি— গার্ডেনরিচে বহুতল ভেঙে বিপর্যয়ের ঘটনায় এ বার বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ নির্মীয়মাণ বহুতল বাড়ি ভেঙে ক্ষতিগ্রস্ত হয় পাশের ঝুপড়ি৷ এই ঘটনায় যে কেবল ঝুপড়ির মানুষেরা আহত হয়েছেন তা নয়, শুন্য হয়েছে বহু মাতৃকোল৷ সেই ঘটনায় দুঃখপ্রকাশ করে বিরোধীদের উদ্দেশে তৃণমূলের সেনাপতি অভিষেক বলেন, পরে রাজনীতি করার সময় পাওয়া যাবে৷

নিজস্ব প্রতিনিধি— গার্ডেনরিচে বহুতল ভেঙে বিপর্যয়ের ঘটনায় এ বার বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ নির্মীয়মাণ বহুতল বাড়ি ভেঙে ক্ষতিগ্রস্ত হয় পাশের ঝুপড়ি৷ এই ঘটনায় যে কেবল ঝুপড়ির মানুষেরা আহত হয়েছেন তা নয়, শুন্য হয়েছে বহু মাতৃকোল৷ সেই ঘটনায় দুঃখপ্রকাশ করে বিরোধীদের উদ্দেশে তৃণমূলের সেনাপতি অভিষেক বলেন, পরে রাজনীতি করার সময় পাওয়া যাবে৷ আপাতত যাঁরা আটকে পডে়ছেন, তাঁদের উদ্ধারে নজর দিতে হবে সকলকে৷

এক্ষেত্রে উল্লেখ্য, গার্ডেনরিচে যে বাডি়টি ভেঙে পডে়ছে, সেটি বেআইনি ভাবে তৈরি করা হচ্ছিল৷ যদিও, তা মেনে নিয়েছেন কলকাতা পুরসভার মেয়র নিজেও৷ শুধু তাই নয়, ঘটনাটি ঘটেছে গার্ডেনরিচের ১৩৪ নম্বর ওয়ার্ডে যেটি কলকাতা পুরসভার মেয়র এবং রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিমের বিধানসভা কেন্দ্রের অন্তর্গত৷ তাঁর নাকের ডগায় কী ভাবে পুরসভার অনুমোদন ছাড়া বেআইনি ভাবে একটি বহুতল বাডি় নির্মিত হতে পারে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ গার্ডেনরিচের ঘটনা নিয়ে শুভেন্দুর বক্তব্য, তৃণমূল সরকারে আসার পর থেকেই কলকাতা পুরসভা এলাকার মধ্যে পাঁচ হাজারের বেশি জলাজমি বেআইনি ভাবে ভরাট করা হয়েছে৷ তবে এই কাজ করা হয়েছে স্থানীয় কাউন্সিলর, পুলিশ এবং তৃণমূল নেতাদের মদতেই৷ বর্তমানে শুধু গার্ডেনরিচেই বেআইনি নির্মাণের সংখ্যা ৮০০-র বেশি, এমনটাই বলেন শুভেন্দু৷

তবে চুপ করে থাকেনি তৃণমূলও৷ এর পাল্টা জবাব দেওয়া হয়েছে ঘাসফুলের তরফ থেকে৷ শুভেন্দুদের অভিযোগের প্রেক্ষিতে অভিষেক বলেন, ‘‘যে সব বিরোধী নেতা এত প্রশ্ন তুলছেন, তাঁদের বলব, রাজনীতি পরে করুন৷ এই ঘটনাটা নিয়ে এখন রাজনীতি করা ঠিক হবে না৷ এ রকম যাতে আর না ঘটে, সেটাই দেখতে হবে আমাদের৷” তৃণমূল মুখপাত্র শান্তনু সেন এ প্রসঙ্গে পাল্টা জবাব দিয়ে বলেন, ‘‘বিরোধী দলনেতাকে বিষয়টি নিয়ে চিন্তা করতে হবে না৷ কারণ, মুখ্যমন্ত্রী নিজে ঘটনাস্থলে গিয়েছিলেন এবং এলাকার মানুষ, প্রশাসনের সঙ্গে কথা বলেছেন৷”

রবিবারের রাত ছিল কলকাতার বুকে এক অভিশপ্ত রাত৷ ১২টা নাগাদ গার্ডেনরিচের ১৩৪ নম্বর ওয়ার্ডের নির্মীয়মাণ বহুতল বাড়ি ভেঙে পডে় পাশের ঝুপডি়র উপর৷ ক্ষতিগ্রস্ত হয় ঝুপড়ি, শূন্য হয় মাতৃ কোল, হাসপাতালে ভর্তি হন বহু মানুষ৷ রাতেই সেখানে পৌঁছান কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এবং দমকলমন্ত্রী সুজিত বসু৷ সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও৷ মুখ্যমন্ত্রী নিজেও অসুস্থ, কিছুদিন আগেই পড়ে গিয়ে কপালে চোট পেয়েছিলেন তিনি৷ অসুস্থতাকে উপেক্ষা করেই মুখ্যমন্ত্রী পৌঁছন গার্ডেনরিচে, এমনকি হাসপাতালে গিয়ে দেখা করেন আহত ব্যক্তিদের সাথেও৷ ফিরহাদ হাকিম এ প্রসঙ্গে জানান, সরকারের তরফে মৃতদের পরিবারপিছু পাঁচ লক্ষ টাকা এবং আহতদের এক লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে৷ দোষীদের শাস্তির আশ্বাস দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ও৷