পিছিয়ে পড়া মানুষের জন্য দশ শতাংশ সংরক্ষণের ঘােষণাকে স্বাগত জানালেন বিরােধীরা। মন্ত্রিসভার বৈঠকে এই ঐতিহাসিক সিদ্ধান্তে বাম এবং কংগ্রেস দলনেতারা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন।
তবে বিরােধী দলনেতা আব্দুল মান্নান এবং বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী বলেন, বিধানসভা চলাকালীন মুখ্যমন্ত্রী এব্যাপারে কোনও সিদ্ধান্তের কথা ঘােষণা করেননি। সংবাদমাধ্যমের কাছ থেকে তারা এই সংবাদ জানতে পেরেছেন। বিধানসভায় এই সিদ্ধান্তের বিষয়টি জানানাে উচিত ছিল। কিন্তু সেই কাজ করেনি সরকারপক্ষ। তবে পিছিয়ে পড়া মানুষের জন্য সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তা সঠিক বলে জানিয়েছেন দুজনেই।
অন্যদিকে সুজন চক্রবর্তী জানান, দেরিতে হলেও রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। এর কৃতিত্ব জনগণের। এই দাবি আদায়ে দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে। কেন্দ্রীয় সরকার আগেই পিছিয়ে পড়া মানুষের জন্য দশ শতাংশ সংরক্ষণের কথা ঘােষণা করেছিল। দেরিতে হলেও রাজ্য এই সিদ্ধান্ত নিয়েছে। রাজ্য সরকারকে অবিলম্বে পিছিয়ে পড়া মানুষের জন্য প্রয়ােজনীয় শংসাপত্র বিতরণের যাবতীয় উদ্যোগ গ্রহণ করতে হবে বলেও জানিয়েছেন বামপরিষদীয় দলনেতা।