• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

আইএসএফ প্রার্থীকে জেতানােয় এবং মমতা ব্যানার্জিকে তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী করায় বাংলার মানুষকে ধন্যবাদ জানালেন আব্বাস সিদ্দিকী 

তিনি এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সহ প্রশাসনের আধিকারিকদের কাছে বিষয়টির উপর নজর দিয়ে সন্ত্রাসমুক্ত শান্তির পরিবেশ গড়ার আহ্বান জানান।

আব্বাস সিদ্দিকি (File Photo: Twitter | @marineravin)

এদিন তৃতীয় বারের জন্য তৃণমূলকে বাংলায় সরকার পরিচালনার সুযােগ দেওয়ায় এবং আইএসএফ প্রার্থী নওসাদ সিদ্দিকীকে নির্বাচিত করার জন্য ভাঙ্গড়বাসীকে বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানালেন পীরজাদা আব্বাস সিদ্দিকী। পাশাপাশি বিধানসভা নির্বাচনের ফল ঘােষনার পর থেকে রাজ্যে যেভাবে বিভিন্ন জায়গায় হিংসাত্মক ঘটনা ঘটছে তার জন্যও উদ্বেগ প্রকাশ করেন। 

তিনি জানান, ইতিমধ্যে শাসকদলের আক্রমণে উত্তর ২৪ পরগনার দেগঙ্গা বিধানসভার কদম্বগাছির উলাগ্রামে আইএসএফ কর্মী হাসানুজ্জামান নৃশংসভাবে খুন। হয়েছে, ভাঙ্গড় বিধানসভার নারায়ণপুর অঞ্চলের গাজী আব্দুল হাকিম বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এছাড়াও বিভিন্ন জায়গায় বিরােধীদের উপর হামলা চালানাে হচ্ছে। 

তিনি এদিন দুঃখ প্রকাশ করে বলেন, যেখানে রাজ্যের মানুষ করােনার প্রকোপে এক চরম বিপদের মধ্যে রয়েছে। কোথাও চিকিৎসার জন্য রােগীকে হাসপাতালে ঠিকমতাে ভর্তি করা যাচ্ছে না, তাে কোথাও মুমূর্ষ রােগীরা অক্সিজেন পাচ্ছে না, আবার কোথাও মৃতদেহ সৎকার করা যাচ্ছে না। এছাড়া ভ্যাক্সিনের জন্য হাহাকার তাে আছেই। সেখানে রাজ্যব্যাপী যে রাজনৈতিক সন্ত্রাস চলছে তা অত্যন্ত দুঃখজনক ও লজ্জার বিষয়। 

তিনি এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সহ প্রশাসনের আধিকারিকদের কাছে বিষয়টির উপর নজর দিয়ে সন্ত্রাসমুক্ত শান্তির পরিবেশ গড়ার আহ্বান জানান। তার দাবী এই করােনা পরিস্থিতিতে রাজ্যের মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানালে পরিস্থিতি আরও খারাপ হবে। এদিন তিনি রাজ্যের সমস্ত রাজনৈতিক দলের কাছে শান্তি বজায় রাখার আহ্বানও জানান।