হাওড়ার গুলিবিদ্ধ যুব তৃণমূল নেতার মৃত্যু

মৃত্যু হল হাওড়ার গুলিবিদ্ধ তৃণমূল যুবনেতা আব্দুল কাদির ওরফে প্রেমের। বৃহস্পতিবার সকালে কলকাতার এসএসকেএম হাসপাতালে মৃত্যু হয় তাঁর। বুধবার রাতে হাওড়ার শিবপুরে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের সামনেই তাঁকে লক্ষ্য করে গুলি চালায় কয়েকজন দুষ্কৃতী। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। কে বা কারা গুলি চালাল, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাত সাড়ে ১০টা নাগাদ জিটি রোদের ধারে একটি চায়ের দোকানে বসে গল্প করছিলেন কাদির। সেই সময় কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি এসে তাঁকে খুব কাছ থেকে গুলি করে। রাস্তাতেই লুটিয়ে পড়েন তিনি। এলাকাবাসীই তাঁকে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে এসএসকেএমে স্থানান্তরিত করা হয় তাঁকে।

হাওড়া পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা আব্দুল কাদির। এলাকায় ভালোই জনপ্রিয়তা রয়েছে তাঁর। সূত্রের খবর, বাইকে করে এসে ৩ জন দুষ্কৃতী কাদিরকে লক্ষ্য করে ৬ রাউন্ড গুলি চালিয়েছে। তারা হেলমেট পরে থাকায় মুখ দেখা যায়নি। ঘটনার আকস্মিকতায় আশপাশে থাকা লোকজন হতচকিত হয়ে যান। সেই সুযোগে দুষ্কৃতীরা বাইক নিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যায়।


পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। মৃত্যুর আসল কারণ খতিয়ে দেখতে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। রাজনৈতিক কারণ নাকি ব্যক্তিগত আক্রোশ থেকে খুন, তা খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকেরা। তবে এভাবে জনবহুল এলাকায় তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।