• facebook
  • twitter
Saturday, 29 March, 2025

শিয়ালদহ স্টেশনে প্রস্তুত নতুন সাবওয়ে

এটি শিয়ালদহ কোর্ট, বি আর সিং হাসপাতাল এলাকা এবং মেট্রো রেল নেটওয়ার্কের সঙ্গে শিয়ালদহ স্টেশনকে ভূগর্ভস্থ পথের মাধ্যমে সংযুক্ত করবে।

যাত্রীদের নিরাপদ যাতায়াতের সুবিধার্থে শিয়ালদহ ডিভিশনে যুক্ত হতে চলেছে নতুন একটি সাবওয়ে। এটি শিয়ালদহ কোর্ট, বি আর সিং হাসপাতাল এলাকা এবং মেট্রো রেল নেটওয়ার্কের সঙ্গে শিয়ালদহ স্টেশনকে ভূগর্ভস্থ পথের মাধ্যমে সংযুক্ত করবে। শিয়ালদহের জনবহুল কনকোর্স এলাকা দিয়ে আর যাত্রীদের ছুটতে হবে না। পথচারীরা রেল এবং সড়কপথের যানজট থেকে মুক্ত হবে। এর ফলে প্রতিবন্ধী যাত্রীদের জন্য স্টেশনে যাতায়াত অনেক সুবিধাজনক হতে চলেছে।

পূর্ব রেলওয়ের জেনারেল ম্যানেজার শ্রী মিলিন্দ দেওস্কর সম্প্রতি সমগ্র পরিস্থিতি পর্যালোচনা করে  শিয়ালদহের বিভাগীয় কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন , সাধারণ মানুষের জন্য যাতে সাবওয়েটি দ্রুত চালু করা হয়। এই নবনির্মিত সাবওয়ে চালু হলে শিয়ালদহ থেকে কলকাতা মেট্রোর গ্রিন লাইন করিডোর, যা হাওড়া ও শিয়ালদহকে সংযুক্ত করে, সেখানে যাতায়াত আরও সহজ হবে।

News Hub