অজয় এডওয়ার্ডের নেতৃত্বে পাহাড়ে আত্মপ্রকাশ নতুন রাজনৈতিক দলের

ফাইল চিত্র

নতুন বছরের শুরুতেই ত্রিপাক্ষিক বৈঠকের ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার আগেই দার্জিলিংয়ে আত্মপ্রকাশ করল নতুন রাজনৈতিক দল। রবিবার দার্জিলিংয়ের জিমখানা ক্লাবে ইন্ডিয়ান গোর্খা জনশক্তি ফ্রন্ট নামে নতুন দলের সূচনা হল। পাশাপাশি পাহাড়ে হামরো পার্টির আর কোনও অস্তিত্ব রইল না। নতুন পার্টির নেতৃত্ব থাকবেন অজয় এডওয়ার্ড।
উল্লেখ্য, শনিবারই হামরো পার্টি ভেঙে দেন প্রতিষ্ঠাতা অজয়। রবিবার তিনি যোগদান করেন ইন্ডিয়ান গোর্খা জনশক্তি ফ্রন্টে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে দার্জিলিংয়ে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের কারণে সরগরম পাহাড়ের রাজনৈতিক মহল। অজয় এডওয়ার্ডের পাশাপাশি আরও একাধিক নেতানেত্রী নতুন দলে যোগদান করেছেন।
হামরো পার্টি অজয় এডওয়ার্ড  জিটিএ–র প্রাক্তন চেয়ারম্যান প্রদীপ প্রধান, জিটিএ–র প্রাক্তন সভাসদ কাজিমান লোহাগাঁও, পার্বত্য তৃণমূলের এনবি খাওয়াশ, জিটিএ–র প্রাক্তন সভাসদ প্রকাশ গুরুং, জিটিএ–র প্রাক্তন সভাসদ যোগেন্দ্র রাই, জিএনএলএফ–এর প্রাক্তন সাধারণ সম্পাদক মহেন্দ্র ছেত্রীর মতো নেতারা রবিবার ইন্ডিয়ান গোর্খা জনশক্তি ফ্রন্টে যোগ দিলেন । এছাড়াও বিজিপিএম, পার্বত্য বিজেপি, জিএনএলএফ, গোর্খা জনমুক্তি মোর্চা ছেড়ে একাধিক নেতা, কর্মী নতুন পার্টিতে যোগ দেন।
জানা যায়, ২০২১ সালের ২৫ নভেম্বর জিএনএলএফ ভেঙে মিরিকে পথচলা শুরু করেছিল অজয় এডওয়ার্ডের হামরো পার্টি। ২০২২-এ দার্জিলিং পুরসভা দখল করে এই দল। যদিও পরে দল ভাঙিয়ে পুরবোর্ড দখল করে বিজিপিএম। শনিবার সেই হামরো পার্টিই ভেঙে দেওয়া হয়। অজয় এডওয়ার্ডের নেতৃত্বে আত্মপ্রকাশ করে ইন্ডিয়ান গোর্খা জনশক্তি ফ্রন্ট। মূলত পাহাড়ের গোর্খা ঐক্য ধরে রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পাহাড়বাসীর দীর্ঘদিনের দাবি আদায় করাই হল নতুন দলের প্রধান লক্ষ্য।