চায়ের কাপ হাতে নিয়ে দিন শুরু করার অভ্যাস অনেকের। কিন্তু ভোরবেলায় সেই চা খেতে গিয়েই প্রাণ হারালেন ৫২ বছরের এক ব্যক্তি। বৃহস্পতিবার সকালে নিউটাউনের আনন্দপল্লীতে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে সন্তোষ ব্রহ্মের।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্তোষবাবু সকালে বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় উঠতেই পিছন থেকে একটি দ্রুতগামী গাড়ি তাঁকে ধাক্কা মারে। দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে পাঠালেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনার পর গাড়িটি ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, ভোরবেলা হওয়ায় দ্রুত অ্যাম্বুল্যান্স পাওয়া যায়নি। বেশ কিছুক্ষণ রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন সন্তোষবাবু। পরে পুলিশ এসে তাঁকে উদ্ধার করলেও ততক্ষণে সব শেষ হয়ে গিয়েছিল।
বাসিন্দারা জানিয়েছেন, যে রাস্তায় এই দুর্ঘটনা ঘটেছে সেখানে কোনও গতিরোধক (বাম্পার) নেই। তাঁদের দাবি, বাম্পার থাকলে গাড়িটির গতিবেগ নিয়ন্ত্রণ করা সম্ভব হতো এবং দুর্ঘটনাটি এড়ানো যেত। রাস্তায় বাম্পার না থাকায় গাড়িগুলো অত্যধিক গতিতে চলাচল করে, যা প্রায়ই দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়।