কালনার পিঠেপুলি উৎসবে দর্শকদের ব্যাপক ভিড়ের চাপে আহত হলেন ৮ জন। রবিবার সন্ধ্যায় মুম্বইয়ের এক সংগীতশিল্পীর অনুষ্ঠানে উপচে পড়া জনতা সামলাতে হিমশিম খেতে হয় পুলিশকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠি হাতে তাড়া করলে ছোটাছুটিতে বেশ কয়েকজন পড়ে গিয়ে আহত হন। আহতদের মধ্যে বেশিরভাগই মহিলা। তাদের দ্রুত কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগের উদ্যোগে কয়েক দিন ধরে চলা পিঠেপুলি মেলায় এই অপ্রীতিকর ঘটনা ঘটে। বিধায়ক জানান, মাইকে বারবার অনুরোধ করা সত্ত্বেও মাঠে প্রবেশে বাধা দেওয়া যায়নি। তিনি বলেন, ‘মহিলাদের ভিড় ছিল অত্যন্ত চোখে পড়ার মতো। তাদেরও সরানো যাচ্ছিল না। আনন্দের এই অনুষ্ঠানে এ ধরনের ঘটনা দুঃখজনক’।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মাঠে প্রবেশের সময় হুড়োহুড়িতে কয়েকজন পড়ে গেলে আহত হন। পরিস্থিতি এতটাই জটিল হয়ে ওঠে যে, পুলিশকে লাঠি হাতে তাড়া করতে হয়। এর ফলে ছোটাছুটির মধ্যে পড়ে যাওয়া কয়েকজন গুরুতরভাবে আহত হন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের পা ভেঙে গেছে বলে জানা গেছে।
উল্লেখ্য, গত বছরও একই মেলায় ভিড় সামলাতে পুলিশের লাঠিচার্জের কারণে আহত হয়েছিলেন কয়েকজন। সেই ঘটনার পুনরাবৃত্তি হল এবারও।
ঘটনার পর বিধায়ক দেবপ্রসাদ বাগ হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেন এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন। তিনি জানিয়েছেন, ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে আরও সতর্কতা নেওয়া হবে।