• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

করােনা রােগীদের জন্য বেসরকারি হাসপাতালে ৬০ শতাংশ বেড বরাদ্দ

সব করােনা রােগীদের জন্য মেডেসিভির নয়। সংক্রমিত হওয়ার পাঁচ থেকে দশ দিন পর্যন্ত দেওয়া যাবে কেমডেসিভির এই নিয়ে নতুন নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য দফতর।

প্রতীকী ছবি (Photo: IANS)

এবার শুধু হাসপাতাল থেকেই মিলবে ৱেমভেসিভির। খােলা খােলা বাজারে আপাতত মিলবে না। সব করােনা রােগীদের জন্য মেডেসিভির নয়। সংক্রমিত হওয়ার পাঁচ থেকে দশ দিন পর্যন্ত দেওয়া যাবে কেমডেসিভির এই নিয়ে নতুন নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য দফতর।

অন্যদিকে বেসরকারি হাসপাতালে ৬০ শতাংশ। বেড করােনা রােগীদের জন্য বরাদ্দ করতে হবে এমনটাই নির্দেশ দিল রাজ্যের স্বাস্থ্য কমিশন।