• facebook
  • twitter
Thursday, 17 April, 2025

সন্ধিপূরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় আহত ৬ জন, এলাকায় চাঞ্চল্য

রবিবার রাত্রি প্রায় এগারােটা নাগাদ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলায় গড়বেতা ১ নম্বর ব্লকের সন্ধি পূর অঞ্চলের তিলডাঙ্গা পাওয়ার হাউসের কাছে

প্রতীকী ছবি (File Photo: iStock)

মর্মান্তিক পথ দুর্ঘটনায় গুরুতর আহত ৬ জন। রবিবার রাত্রি প্রায় এগারােটা নাগাদ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলায় গড়বেতা ১ নম্বর ব্লকের সন্ধি পূর অঞ্চলের তিলডাঙ্গা পাওয়ার হাউসের কাছে।

স্থানীয় সুত্রে জানা যায় মােটরসাইকেল ও টোটো গাড়ির মুখােমুখি সংঘর্ষে গুরুতর আহত হয় ৬ জন। এরপর স্থানীয়দের প্রচেষ্টায় আহত ৬ জনকে বাঁকুড়ার বিষ্ণুপুর মহকুমা হাসপাতালে পাঠানাে হয়েছে। ওই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে গােটা এলাকায়।

আহত ৬ জনের অবস্থা সংকট জনক। দুর্ঘটনার খবর পেয়ে গড়বেতা থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ দুর্ঘটনাগ্রস্থ বাইক ও টোটো, ডিজে উদ্ধার করে থানায় নিয়ে যায় সেই সঙ্গে ওই দুর্ঘটনার তদন্ত শুরু করে। তবে একজন মারা গিয়েছে বলে বেসরকারি সূত্রে জানা যায়। তবে পুলিশের পক্ষ থেকে এক জন মারা গিয়েছে বলে জানানাে হয় নি।