নিজস্ব প্রতিনিধি- মাছ ধরতে গিয়ে নৌকা সমেত নিখোঁজ কাঁথির ৬ মৎস্যজীবি৷ ঘটনাকে কেন্দ্র করে পরিবারে সদস্যদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে৷ মৎস্যজীবীদের পরিবারের সদস্যরা জানিয়েছেন, তাঁরা মঙ্গলবার ভোর পাঁচটা নাগাদ বাড়ি থেকে বের হন নৌকা নিয়ে। যান সমুদ্রে মাছ ধরতে৷ দুপুরে বাড়ি ফেরার কথা থাকলেও মৎস্যজীবীরা বাড়ি না ফিরলে আত্মীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়৷ ফোন করলেও তাঁদের কোনও হদিশ না পেয়ে খবর দেওয়া হয় প্রশাসনকে৷ শুরু হয় উদ্ধার অভিযান৷
জানা গিয়েছে, মঙ্গলবার ৬ জন মৎস্যজীবি কাঁথির ১ নম্বর ব্লকের শৌলা মৎস্য বন্দর থেকে ভুটভুটি নিয়ে সমুদ্রের উদ্দেশ্যে রওনা হন মাছ ধরার উদ্দেশ্যে৷ বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর তাঁদের কোনও খোঁজ মেলেনি বলেই জানিয়েছেন পরিবারের সদস্যরা৷ বারবার ফোন করা হলেও কোনও উত্তর মেলেনি৷ উপায় না দেখে প্রশাসনকে জানানো হয় বিষয়টি৷ তারপরেই মৎস্যজীবী অ্যাসোসিয়েশনের সদস্যরা ১০টি যন্ত্রচালিত নৌকা ও ২টি ট্রলার নিয়ে নিখোঁজ কাঁথির ৬ মৎস্যজীবিকে খুঁজতে সমুদ্রের উদ্দেশ্যে পাড়ি দেন৷ মঙ্গলবার সারারাত ধরে তল্লাশি চালানোর পরেও নৌকা বা মৎস্যজীবী কারও খোঁজ মেলেনি৷ এরপর খবর দেওয়া হয় পুলিশকে৷ মৎস্যজীবীদের নৌবাহিনীর কাছে সাহায্য চেয়েছে পুলিশ৷ হেলিকপ্টারের সাহায্যে খোঁজ চালানো হচ্ছে৷ এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভাল, বঙ্গোপসাগরে নিম্নচাপের জন্য মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবিদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছিল৷ তার মধ্যেই এই নিখোঁজ হওয়ার খবর সামনে এল৷ আপাতত ৬ মৎস্যজীবির সুস্থভাবে বাড়ি ফেরার অপেক্ষায় পরিবারের সদস্যরা৷