• facebook
  • twitter
Wednesday, 26 March, 2025

হাওড়া স্টেশনে বসছে ৫০০টি সিসিটিভি

হাওড়া স্টেশনে নিরাপত্তা জোরদার করতে বসানো হচ্ছে ৫০০টি সিসিটিভি ক্যামেরা। সম্প্রতি হাওড়া স্টেশন থেকে শিশু অপহরণের ঘটনা ঘটে।

ফাইল ছবি

হাওড়া স্টেশনে নিরাপত্তা জোরদার করতে বসানো হচ্ছে ৫০০টি সিসিটিভি ক্যামেরা। সম্প্রতি হাওড়া স্টেশন থেকে শিশু অপহরণের ঘটনা ঘটে। যদিও রেল পুলিশের তৎপরতায় খুঁজে পাওয়া যায় শিশুটিকে। আগেই হাওড়ার নিউ এবং ওল্ড কমপ্লেক্স মিলিয়ে  প্রায় ২৫০টি  সিসিটিভি ক্যামেরা ছিল। এবার স্টেশনের গ্রে এরিয়া চিহ্নিত করে ৫০০টি সিসিটিভি লাগাতে চলেছে রেল কর্তৃপক্ষ।

সূত্রের খবর, গত ৫ই মার্চ হাওড়ার ওল্ড কমপ্লেক্স থেকে একটি শিশুকন্যাকে অপহরণ করে রাজস্থানে পাচার করা হয়েছিল। রেল পুলিশ ও কলকাতা পুলিশের সহযোগিতায় তাঁকে শেষপর্যন্ত উদ্ধার করা হয়। কিন্তু এই ঘটনার তদন্তে নেমে  দেখা যায়, স্টেশনের এমন অনেক জায়গা আছে, যা  সিসিটিভির আওতায় নেই। এই ফাঁকগুলিকে কাজে লাগিয়ে অনেকেই  অপরাধমূলক কাজ করে চলেছে। তাই রেল পুলিশ ‘গ্রে এরিয়া’ অর্থাৎ নজরদারিবিহীন এলাকাগুলি চিহ্নিত করে সেইসব জায়গায় সিসিটিভি বসানোর সিদ্ধান্ত নিয়েছে। প্রায় ৫০০টি সিসিটিভির মাধ্যমে ২৪ ঘণ্টা স্টেশনের সর্বত্র নজর রাখা হবে। এর ফলে অপরাধ আগের চেয়ে অনেক কমবে বলে মনে করা হচ্ছে।