কলকাতা, ৩ অক্টোবর – রাজ্যের অধিকাংশ কলেজে এখনও ফাঁকা পড়ে রয়েছে বহু আসন। বারবার সময় বাড়ানো হলেও আসন ফাঁকা। স্নাতকে ভর্তির সময়সীমা বাড়িয়েও আসন শূন্য থেকে যাওয়ায় জোর আলোড়ন গোটা রাজ্যে। কারণ প্রথম দু’দফায় কিছু আসন পূরণ হলেও ফাঁকা ছিল বেশি। তাই সময়সীমা বাড়ানো হয়। ভর্তির সময়সীমা বাড়িয়ে করা হয় ২০ সেপ্টেম্বর । তারপরও শিক্ষা দফতরের রিপোর্ট বলছে এখনও প্রায় ৪১ শতাংশ আসন খালি পড়ে রয়েছে। বিগত কয়েক বছরে যা ঘটেনি।
২০২০, ২০২১ ও ২০২২ সালে যথাক্রমে ৩৪, ৩৩ এবং ৩৭ শতাংশ আসন খালি পড়েছিল। উচ্চশিক্ষা দফতর পর্যালোচনা করে দেখেছে, বেশিরভাগ কলেজে সংরক্ষিত আসনগুলিই ফাঁকা থেকে গিয়েছে । এখন দেখা যাচ্ছে বহু জায়গায় পর্যাপ্ত সংখ্যক আবেদনই জমা পড়েনি। তবে অন্যান্য বছরের তুলনায় এবার ভর্তির প্রক্রিয়া অনেক দেরিতে শুরু হয়।