ফের তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে কালনায় তোলাবাজির চেষ্টা। ঘটনায় তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে শেক্সপিয়র সরণি থানার পুলিশ। অভিযুক্তদের হুগলি থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ধৃতদের নাম জুনেদুল হক চৌধুরী, শুভদীপ মল্লিক ও শেখ তসলিম। ধৃত জুনেদুলের বিরুদ্ধে আগেও হুমকি ফোনের মাধ্যমে আর্থিক প্রতারণার অভিযোগ রয়েছে। সেই অভিযোগে তাকে আগে গ্রেপ্তারও করে পুলিশ। জামিনে মুক্তি হওয়ার পর ফের একই অপরাধের সঙ্গে যুক্ত হয়ে পড়ে। তবে এবার টাকা হাতানোর আগেই গ্রেপ্তার করা হয়েছে ওই অপরাধীকে।
জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেলে অপরিচিত একটি নম্বর থেকে ফোন আসে কালনা পুরসভার চেয়ারম্যানের কাছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে চেয়ারম্যানকে হুমকি দিয়ে ওই অভিযুক্তরা ৫ লক্ষ টাকা দাবি করে। ফোনের অপর প্রান্তে থাকা অভিযুক্ত যুবকরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে ফোন করা হচ্ছে হলে হুমকি দেয়। তারা দাবি করে, চেয়ারম্যানের বিরুদ্ধে একাধিক জায়গা থেকে আর্থিক তছরূপের অভিযোগ রয়েছে। যদি ৫ লক্ষ টাকা না দেন, তাহলে যেকোনও মুহূর্তে ব্যবস্থা নেবে পুলিশ। শুরু হবে পুলিশি ধরপাকড়।
বৃহস্পতিবার বিকেলে চাঞ্চল্যকর এই ফোন পেয়ে কালনা পুরসভার চেয়ারম্যানের যথেষ্ট সন্দেহ হয়। তিনি তখন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেন। ঘটনার অভিযোগ দায়ের হয় শেক্সপিয়ার সরণি থানায়। এরপর পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে। হুমকি ফোনের মোবাইল নম্বরের লোকেশন ট্র্যাক করে জানা যায়, ফোনটি হুগলি থেকে এসেছিল। পুলিশ অভিযুক্তদের খোঁজে চট জলদি ওই এলাকায় অভিযান চালিয়ে তিন যুবককে গ্রেপ্তার করে।