উলুবেড়িয়ায় বাজি পোড়াতে গিয়ে ২ শিশু-সহ ৩ জনের মৃত্যু 

প্রতীকী চিত্র।

দীপাবলি উৎসবের মর্মান্তিক পরিণতি ঘটল অসাবধানতার কারণে। বাজি পোড়াতে গিয়ে ২ শিশু-সহ ৩ জনের মৃত্যুর ঘটনা ঘটল উলুবেড়িয়ায়। ২ শিশু ছাড়া এক কিশোরীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। পুলিশ সূত্রে খবর, গঙ্গারামপুর এলাকার একটি বাড়িতে প্রচুর সংখ্যক বাজি মজুত করা ছিল। সেই বাজি পোড়াতে গিয়েই আগুনে ঝলসে মৃত্যু হয় ওই তিনজনের। আগুন ছড়িয়ে পড়ে পাশের একটি দোকানও ভস্মীভূত হয়। 

 
পুলিশ সূত্রে জানা গেছে, উলুবেড়িয়ার বাজারপাড়া এলাকার একটি বাড়িতে প্রচুর বাজি মজুত করা ছিল। কিশোরী ও শিশুরা ঘরের মধ্যেই ফুলঝুরি জ্বালাচ্ছিল। সেই সময় কোনওভাবে আগুনের ফুলকি গিয়ে পড়ে মজুত করা বাজির উপর। দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় কিশোরী ও শিশুরা ঘরের মধ্যে আটকে পড়ে। প্রতিবেশীরা ঘরের ভিতরে আগুন জ্বলতে দেখে তড়িঘড়ি পুলিশে খবর দেন। খবর দেওয়া হয় দমকলেও। উলুবেড়িয়া থানার পুলিশ এবং দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। তাদের ঘর থেকে উদ্ধার করা হলেও শেষ রক্ষা হয়নি। আগুনে ঝলসে গিয়ে মৃত্যু হয় তাদের। 
 
মৃত ২ শিশু ৬ ও ৮ বছরের বলে জানা গেছে। কিশোরীর বয়স ১৪ বছর। আলোর উৎসবের এমন মর্মান্তিক পরিণতিতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।