অবৈধভাবে ভারতে বসবাস করার অভিযোগে মহারাষ্ট্রের পুণে থেকে গ্রেপ্তার করা হল ২১ জন বাংলাদেশি নাগরিককে। গত সোমবার মহারাষ্ট্রের অ্যান্টি টেরোরিজম স্কোয়াড তথা এটিএস এবং রঞ্জনগাঁও এমআইডিসি পুলিশ পুণে গ্রামীণ এসপি পঙ্কজ দেশমুখের নেতৃত্বে একত্রে অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করে। তাঁদের কাছ থেকে ভারতীয় আধার, প্যান কার্ড, ভুয়ো পরিচয়পত্র পাওয়া গেছে। গ্রেপ্তার হওয়া অভিযুক্তদের মধ্যে রয়েছেন ১৫ জন পুরুষ, ৪ জন মহিলা ও ২ জন তৃতীয় লিঙ্গ। গ্রেপ্তার হওয়া ২১ জনকে আদালতে তোলা হলে তাঁদের ১০ দিনের জন্য পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। পুলিশের তরফে জানা গিয়েছে, অবৈধভাবে ভারতে ঢুকে দীর্ঘদিন ধরে মহারাষ্ট্রের রঞ্জনগাঁও এলাকায় বাস করছিলেন ওই ২১ জন ।