কলকাতা মেট্রোয় জুড়তে চলেছে আরও দুই স্টেশন। জোকা-এসপ্ল্যানেড পার্পল মেট্রো করিডরে আরও দুটি স্টেশন বাড়ানোর অনুমোদন দিল মেট্রো রেল। আইআইএম জোকা থেকে ইডেন গার্ডেন্স পর্যন্ত ওই রুটে মেট্রো চলবে। ১৪.১ কিলোমিটারের জায়গায় এবার করিডরের দূরত্ব বেড়ে ১৮ কিলোমিটার হল।
বাবুঘাটের কাছাকাছি এলাকায় তৈরি হবে ইডেন গার্ডেন্স স্টেশন। এই স্টেশন চালু হলে ক্রিকেটপ্রেমীদের সুবিধা হবে। পার্পল করিডরের জোকা-এসপ্ল্যানেড রুটে একদিকের শেষ স্টেশন এসপ্ল্যানেড। আগামীতে এই করিডরের শেষ স্টেশন হবে ইডেন। অন্য প্রান্তের শেষ স্টেশন জোকা। পরবর্তীতে ওই প্রান্তের শেষ স্টেশন হবে আইআইএম জোকা। দুই প্রান্তে নতুন দুই স্টেশন যোগ হলে প্রায় চার কিলোমিটার অতিরিক্ত পথ চলবে মেট্রো।