• facebook
  • twitter
Tuesday, 1 April, 2025

নরেন্দ্রপুরে শিক্ষক নিগ্রহের ঘটনায় গ্রেপ্তার আরও ২

কলকাতা, ২ ফেব্রুয়ারি: নরেন্দ্রপুরে শিক্ষক নিগ্রহের ঘটনায় আরও দুই অভিযুক্ত গ্রেপ্তার। আজ ভোর রাতেই তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের নাম অলোক নাড়ু ও মানিজুর রহমান। এদের মধ্যে অলোক নাড়ু একজন স্থানীয় পঞ্চায়েত সদস্য এবং মানিজুর রহমান স্কুল পরিচালন সমিতির সদস্য। এই নিয়ে নরেন্দ্রপুরের বলরামপুর মন্মথনাথ বিদ্যামন্দিরে শিক্ষক নিগ্রহের ঘটনায় মোট আট জন অভিযুক্তকে গ্রেপ্তার করা

কলকাতা, ২ ফেব্রুয়ারি: নরেন্দ্রপুরে শিক্ষক নিগ্রহের ঘটনায় আরও দুই অভিযুক্ত গ্রেপ্তার। আজ ভোর রাতেই তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের নাম অলোক নাড়ু ও মানিজুর রহমান। এদের মধ্যে অলোক নাড়ু একজন স্থানীয় পঞ্চায়েত সদস্য এবং মানিজুর রহমান স্কুল পরিচালন সমিতির সদস্য। এই নিয়ে নরেন্দ্রপুরের বলরামপুর মন্মথনাথ বিদ্যামন্দিরে শিক্ষক নিগ্রহের ঘটনায় মোট আট জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হল। এদের প্রত্যেকের নাম এফআই আর-এ ছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

প্রসঙ্গত এই ঘটনায় বৃহস্পতিবার রাতে প্রবীর সর্দার নামে এক তৃণমূল নেতাকে গ্রেপ্তার করা হয়। যে এই ঘটনার মূল অভিযুক্ত। শিক্ষক নিগ্রহের ভাইরাল ভিডিওতে তাকেই দেখা গিয়েছিল। এছাড়া অসীম ঈশ্বর নামে আরও একজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।