রাজ্যে একদিনে কোভিড আক্রান্ত ১৫ হাজার

বাংলায় করোনার গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী। ফের রাজ্যে একদিনে কোভিড গ্রাফ চড়ল বেশ খানিকটা। একদিনে সংক্রমণ বাড়ল আরও হাজার।

রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন মোট ১৫ হাজার ৪২১ জন। গতকালের চেয়ে যা প্রায় এক হাজার বেশি।

গতকাল এই সংখ্যাটা ছিল ১৪ হাজার ২২ জন। এদিনও সংক্রমণের গ্রাফে বাকি সব জেলাকে পিছনে ফেলে দিয়েছে কলকাতা।


মহানগরীর এদিন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৫৬৯ জন। মৃত্যুও হয়েছে ৩ জনের। এছাড়া সংক্রমণের হার বেশি রয়েছে উত্তর ২৪ পরগনা, হাওড়াতেও। এদিন নতুন করে করোনার বলি হয়েছেন ১৯ জন।

ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন মোট ৭ হাজার ৩৪৩ জন। কোভিডের এই গ্রাফ দিন দিন ঊর্ধ্বমুখী। রাজ্যবাসীর কপাল থেকে চিন্তার ভাজ যেন সরছে না কিছুতেই।

কোভিড পরিস্থিতির দিকে চোখ রেখে রাজ্যে ইতিমধ্যেই বিধিনিষেধ আরোপ করেছে নবান্ন। ফের রাতের কার্ফু জারিকরা হয়েছে ১০ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত। রাত ১০ টা পর্যন্ত চলছে ট্রেন।