সোমবার বিকাল থেকে রাত অবধি ব্যাঙ্কশাল আদালতে দু’পক্ষের সওয়াল-জবাব শোনার পর বিচারক রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়কে চোদ্দদিন ইডি হেফাজতে রাখার নির্দেশ দেয়।
ইডির স্পেশাল কোর্টে নিযোগ দুর্নীতিতে গ্রেফতার হওয়া পার্থ ও অর্পিতাকে চোদ্দদিনের জন্য তাদের হেফাজতে পাঠানোর আবেদন জানানো হয়।
প্রত্যুত্তরে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী এই আবেদনের বিরুদ্ধে যুক্তি দেন, ‘গ্রেফতার করার আগে চব্বিশ ঘন্টারও বেশি সময় পার্থর বাড়িতে ছিল ইডি।
সেখান থেকে তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। হিসাব করলে দেখা যাবে ইতিমধ্যে তিনদিন ইডির হেফাজতে ছিলেন পার্থ।’
এর পাল্টা যুক্তিতে ইডির আইনজীবী বলেন, ‘হাসপাতালে ভর্তি থাকলে তাঁকে পুলিশি বা বিচারবিভাগীয় হেফাজত বলা চলে না।’ সওয়াল জবাব শেষে বিচারক পার্থ-অর্পিতাকে চোদ্দদিন ইডি হেফাজতে রাখার নির্দেশ দেন।