নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: হাসপাতাল থেকে নিখোঁজ হয়ে যাচ্ছে একের পর এক রোগী৷ এবার এমনই অভিযোগ উঠল মেদিনীপুর মেডিক্যাল কলেজে৷ হাসপাতালের তথ্যই বলছে, গত সাত দিনে চিকিৎসাধীন অবস্থায় নিখোঁজ ১২১ জন রোগী৷ খাতায় কলমে প্রতিদিন বাড়ছে পলাতকের সংখ্যা৷ ঘটনায় প্রশ্ন উঠছে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে৷
তথ্য বলছে, গত সোমবারই একদিনে ২০ জন রোগী নিখোঁজের ঘটনা ঘটেছে৷ সবটাই স্বীকার করে নিয়েছেন হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত ফেসিলিটি ম্যানেজার দিলীপকুমার পলমল৷ তিনি জানান, রোগী নিখোঁজের কারণ খুঁজতে হাসপাতালের তরফে ইতিমধ্যেই একটি কমিটি গঠন করা হয়েছে৷ আগামী এক মাসের মধ্যেই এই সংখ্যাটা অনেকটা কমিয়ে আনা যাবে বলে আশাবাদী কর্তৃপক্ষ৷
তবে এই ঘটনা নিয়ে জেলার রাজনৈতিক মহলে ইতিমধ্যেই তরজা শুরু হয়েছে৷ তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরার বক্তব্য, রোগীরা চিকিৎসার মাঝপর্বে হাসপাতাল ছেডে় কেন চলে যাচ্ছেন, তা প্রশাসনের তদন্ত করে দেখা উচিৎ৷ অন্যদিকে বিজেপির জেলা মুখপাত্র অরূপ দাস বলেন, ‘মেদিনীপুর মেডিক্যাল কলেজে চিকিৎসা হয় না৷ রোগীরা সেজন্যই চলে যাচ্ছেন৷’
প্রসঙ্গত, এর আগেও মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিষেবা নিয়ে উঠেছিল বিভিন্ন অভিযোগ৷ হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, নিয়ম মেনে ছুটি না দিতেই রোগীদের একাংশ চলে যাচ্ছে৷ ফলে তাদেরকে বাধ্য হয়ে রোগীদের পলাতক ধরে নিয়ে পুলিশে অভিযোগ দায়ের করতে হচ্ছে৷