উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ফের উত্তেজনা। অধ্যক্ষকে ঘেরাও পড়ুয়াদের। পোস্ট গ্র্যাজুয়েশনের অ্যাডভান্স কার্ডিয়াক লাইফ সাপোর্ট কোর্সের জন্য দিতে হবে ১১ হাজার টাকা। বিনা রসিদে ১১ হাজার টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ পড়ুয়াদের। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে পরিকাঠামো থাকলেও বাইরে থেকে লোক আনিয়ে ট্রেনিং করা হচ্ছে, এমনটাই জানাচ্ছেন পড়ুয়ারা। এই সমস্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ইন্দ্রজিৎ সাহাকে ঘেরাও করা হয়। ঘেরাও করেন পোস্ট গ্রাজুয়েট পড়ুয়ারা। এদিন স্মারকলিপিও জমা দেন পোস্ট গ্রাজুয়েট পড়ুয়ারা।
পোস্ট গ্রাজুয়েশনের পড়ুয়াদের পক্ষ থেকে সুকান্ত সিংহ রায় জানান, ‘গত দুটি ব্যাচের সমস্ত পড়ুয়া ১১ হাজার টাকা করে দিয়েছেন। এই কোর্সের জন্য অন্য মেডিক্যাল কলেজগুলিতে এত টাকা চাওয়া হয়নি। সেক্ষেত্রে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে কোন কারণে এত টাকা নেওয়া হল।’
রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশনের সভাপতি কৌস্তভ চক্রবর্তী জানিয়েছেন, ‘পোস্ট গ্র্যাজুয়েশনের অ্যাডভান্স কার্ডিয়াক লাইফ সাপোর্ট কোর্সের জন্য কেন টাকা নেওয়া হয়েছে জানতে চাই। রাজ্যের কোনও জায়গায় এভাবে পড়ুয়াদের থেকে টাকা নেওয়া হয়নি।’
প্রসঙ্গত, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে পরীক্ষা দুর্নীতির অভিযোগ সামনে এসেছিল। দাদাগিরির অভিযোগও উঠেছিল। তৃণমূলের ছাত্র সংগঠন টিএমসিপি নেতৃত্বের মদতে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে নম্বর কারচুপি হয় বলে অভিযোগ পড়ুয়া ও অধ্যাপকদের একাংশের। পরীক্ষায় টোকাটোকির অভিযোগও করতে শোনা যায় পড়ুয়াদের। এই ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে রাজ্যপালকে চিঠিও দিয়েছিলেন দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্তা।