নিজস্ব প্রতিনিধি– প্রাকৃতিক দুর্যোগে বলি হয়ে মারা গেছেন মালদহ জেলার ১১ জন৷ মৃতদের মধ্যে ৩ নাবালক ও ২ যুবক রয়েছেন৷ প্রবল ঝড়বৃষ্টিতে আমবাগানে আম কুড়োতে গিয়েছিলেন তাঁরা৷ সেই সময় বজ্রপাতে তাঁদের মৃতু্য হয় বলে স্থানীয় সূত্রে প্রকাশ৷ মৃতদের মধ্যে এক প্রৌঢ়াও রয়েছেন৷ ঝডে়র সময় জমিতে ধান কাটতে গিয়ে মৃতু্য হয় তাঁর৷ মৃতদের পরিবারকে দু’লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে বলে ঘোষণা করেছেন জেলাশাসক নিতিন সিংহানিয়া৷
জেলাশাসক বলেন, ”বজ্রপাতে মৃত ব্যক্তিদের দুর্যোগ তহবিল থেকে দু’লক্ষ টাকা করে দেওয়া হচ্ছে৷ সরকারি সমস্ত রকমের সাহায্য করা হচ্ছে৷ নির্বাচনী বিধিনিষেধ রয়েছে৷ কিন্ত্ত বিপর্যয় ঘটে গিয়েছে৷ তাই প্রশাসনের পক্ষ থেকে মৃত ব্যক্তিদের পরিবারকে সমস্ত রকমের সাহায্য করা হচ্ছে৷” বৃহস্পতিবার দুপুরে বজ্রবিদু্যৎ-সহ বৃষ্টি শুরু হয় মালদহে৷ তাতে পুরাতন মালদহের সাহাপুরে এক নাবালক-সহ একসঙ্গে তিন জনের মৃতু্য হয়৷ মৃতদের নাম চন্দন সহানি (৪০), মনোজিৎ মণ্ডল (২১) এবং রাজ মৃধা (১৬)৷ স্থানীয় সূত্রে খবর, আম কুড়োতে গিয়ে মৃতু্য হয়েছে তাঁদের৷ গাজোলের আদিনাতেও বজ্রপাতে একাদশ শ্রেণির ছাত্রের মৃতু্য হয়েছে৷