• facebook
  • twitter
Friday, 11 April, 2025

১০০ শতাংশ বুথই স্পর্শকাতর

ভােট গ্রহণ পর্বে প্রতিটি বুথের নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে ১০০ শতাংশ বুথকেই স্পর্শকাতর ধরে এগােচ্ছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের দফতর (File Photo: IANS)

বাংলার ভােটকে শান্তিপূর্ণ করতে চাইছে নির্বাচন কমিশন। তাই ভােট গ্রহণ পর্বে প্রতিটি বুথের নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে ১০০ শতাংশ বুথকেই স্পর্শকাতর ধরে এগােচ্ছে নির্বাচন কমিশন। 

সােমবার এই মর্মে কমিশনের কর্তাদের তরফে ইঙ্গিত পাওয়া গিয়েছে, সব বুথই কেন্দ্রীয় বাহিনীর দখলে থাকবে। কারণ ২০১৯-এর লােকসভা ভােটের তুলনায় পশ্চিমবঙ্গে স্পর্শকাতর এলাকার সংখ্যা বেড়েছে অন্তত ১০ গুণ। 

রাজ্যে প্রথম দফায় ৬০ টি আসনে ভােট হচ্ছে। জানা গিয়েছে সব কটি বুথেই হাই অ্যালার্ট জারি থাকবে। বুথের বাইরে মােতায়েন থাকবে আধা সামরিক বাহিনীর জওয়ানো। এর পাশাপাশি বুথের ২০০ মিটার এলাকা পর্যন্ত আধা সেনার নিয়ন্ত্রণে রাখার চিন্তাভাবনা চলছে। 

এর মধ্যেই রাজ্যে ২৯৫ কোম্পানি বাহিনী এসেছে। প্রথম দফা নির্বাচনের আগে আরও ২০০ কোম্পানি পৌছানাের কথা। প্রথম দফায় বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও দুই মেদিনীপুরের মােট ৩০ টি আসনে ভােট হবে। মােট বুথের সংখ্যা ১০ হাজার ২৮৮ টি। বিশেষ করে মাও অধ্যুষিত এলাকায় বুথ পিছু ৬ থেকে ৮ জন জওয়ান মােতায়েন রাখতে চাইছে কমিশন।