ভারতের ফার্মাসিস্টদের অগ্রণী সংস্থা অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন (এআইওসিডি), যারা ১২.৪০ লক্ষ ফার্মাসিস্টের প্রতিনিধিত্ব করে, তারা গভীর উদ্বেগ প্রকাশ করে ভারতের ড্রাগ কন্ট্রোলার জেনারেলকে (ডিজিসিআই) চিঠি দিয়ে ১০ মিনিটের মধ্যে ওষুধ সরবরাহ করার ক্ষেত্রে সুইগি ইন্সটামার্ট ও ফার্মইজি-র সঙ্গে যৌথ উদ্যোগের বিষয়ে অভিযোগ জানিয়েছে।
এআইওসিডি-র প্রেসিডেন্ট জে এস শিন্দে বলেন, ‘এআইওসিডি প্রথাগত কেমিস্টদের ভূমিকাকে বজায় রাখতে এবং জননিরাপত্তার ক্ষেত্রে এই ধরনের ক্ষতিকারক বিষয়ের বিরোধিতা করতে প্রতিশ্রুতিবদ্ধ।
এআইওসিডি-র জেনারেল সেক্রেটারি রাজীব সিংঘল বললেন, ‘এহেন যৌথ উদ্যোগ অ্যান্টি-মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর)-এর বিরুদ্ধে লড়াই করার ক্ষেত্রে সরকারের প্রচেষ্টাকেও দুর্বল করে দেবে এবং এই ব্যবস্থা ওষুধের গুণমান এবং রোগীর সুরক্ষার সঙ্গেও আপোস করতে পারে।