• facebook
  • twitter
Tuesday, 1 April, 2025

লটারির টিকিট ছাপিয়ে প্রতারণার অভিযোগ, ধৃত ১

অভিযোগ পেয়ে সম্প্রতি তৎপরতা শুরু করেছে সুন্দরবন পুলিশ জেলার আধিকারিকরা

প্রতীকী চিত্র।

তৃণমূলের মুখপত্রের নামে লটারির টিকিট ছাপিয়ে দলেরই নেতাকর্মীদের প্রতারণা করার অভিযোগ উঠল। এই ঘটনায় চন্দন দাস নামের এক সংবাদপত্র বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি দক্ষিণ ২৪ পরগনার নোদাখালি থানার বাওয়ালি এলাকার চকমানিক গ্রামের বাসিন্দা। তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি ভুয়ো লটারির টিকিট ছাপিয়ে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করেছেন।
কয়েকদিন ধরে তৃণমূলের মুখপত্রের তরফে গ্রাহকদের জন্য লটারির আয়োজন করা হয়েছে বলে নোদাখালিতে লটারির টিকিট বিক্রি করা হচ্ছিল। সেই সব লটারিতে ছাপা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। পাশাপাশি চার চাকা গাড়ি, মোটরসাইকেল, স্কুটার, এয়ার কন্ডিশনারের ছবি রয়েছে। অভিযোগ পেয়ে সম্প্রতি তৎপরতা শুরু করেছে সুন্দরবন পুলিশ জেলার আধিকারিকরা। জানা গিয়েছে, এই ঘটনার পিছনে হাত রয়েছে নোদাখালি থানার বাওয়ালি এলাকার বাসিন্দা এক সংবাদপত্র বিক্রেতার। খবর পেয়ে ডায়মন্ড হারবার এলাকা থেকে অভিযুক্ত চন্দন দাসকে গ্রেপ্তার করেছে কুলপি থানার পুলিশ।