• facebook
  • twitter
Wednesday, 26 March, 2025

বড় ভাঙন বিজেপিতে, রায়গঞ্জে উপপ্রধান সহ ৮ পঞ্চায়েত সদস্য তৃণমূলে

রায়গঞ্জ ব্লকে ধস নামল গেরুয়া শিবিরে। উপপ্রধান সহ ৬ নং রামপুর গ্রাম পঞ্চায়েতের ৮ জন বিজেপি সদস্য রবিবার যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে।

উত্তরবঙ্গে ফের ধাক্কা খেল বিজেপি। এবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকে ধস নামল গেরুয়া শিবিরে। উপপ্রধান সহ ৬ নং রামপুর গ্রাম পঞ্চায়েতের ৮ জন বিজেপি সদস্য রবিবার যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। তবে এই পঞ্চায়েত এখনও বিজেপির দখলেই রয়েছে। দলবদলের ফলে ২৬ আসন বিশিষ্ট রামপুর গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা দাঁড়াল ১২। অন্যদিকে রয়েছেন বিজেপির প্রধান সহ সিপিএম ও কংগ্রেস মিলিয়ে ১৪ জন পঞ্চায়েত সদস্য।

পঞ্চায়েত আইনে আড়াই বছরের আগে কোনও মতেই প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনা যায় না। সেই কারণে বিজেপির প্রধান মমতা রায় বর্মণের বিরুদ্ধে অনাস্থা আনতে হলেও আরও ৯ মাস অপেক্ষা করতে হবে তৃণমূলকে। পঞ্চায়েত সদস্যদের তৃণমূলে স্বাগত জানান রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন ও তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল। রামপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের নবনির্মিত কার্যালয়ের উদ্বোধনের পর এই যোগদান পর্ব অনুষ্ঠিত হয়।

রামপুর অঞ্চলের বিজেপি নেতা তথা পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা মলয় সরকার বলেন, ‘প্রলোভন দেখিয়ে ওই ৮ জন সদস্যকে দলে টেনেছেন তৃণমূল কংগ্রেস নেতারা। আর ওরা চাইলেও এখনই অনাস্থা আনতে পারবেন না।’ তৃণমূল সবরকম ভাবে পঞ্চায়েতের কাজে বাধা দেবে বলে অভিযোগ করেন তিনি। অন্যদিকে সত্যজিৎ বর্মনের দাবি, ‘যারা আজ তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন, তাঁরা স্বেচ্ছায় যোগ দিয়েছেন। কোনও রকম শর্ত তাঁদের দেওয়া হয়নি। মুখ্যমন্ত্রীর উন্নয়নে শামিল হতেই এই সিদ্ধান্ত।’