ঝাড়গ্রাম ব্লকের মানিকপাড়া এলাকার ধোবাশোল থেকে রাধামহুলি পর্যন্ত আড়াই কিলোমিটার ঢালাই রাস্তার শিলান্যাস করলেন রাজ্যের মন্ত্রী

নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রাম: শনিবার ঝাড়গ্রাম ব্লকের মানিকপাড়া গ্রাম পঞ্চায়েতের ধোবাশোল থেকে রাধামহুলি পর্যন্ত আড়াই কিলোমিটার নতুন ঢালাই রাস্তার শিলা ন্যাস অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত হয়ে নতুন ঢালাই রাস্তার শিলান্যাস করেন রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা।

এছাড়া ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। ওই রাস্তা নির্মাণ করতে খরচ হবে ১ কোটি ৯৮ লক্ষ টাকা। নতুন ঢালাই রাস্তার শিলান্যাস করে রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা বলেন, এই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল রাস্তা টিকে ঢালাই রাস্তা করে দেওয়ার। তাই ওই রাস্তাটি তৈরি করার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়। খুব শীঘ্রই নতুন ঢালাই রাস্তাটি তৈরি করা হবে এবং এর ফলে ওই এলাকার বাসিন্দারা বিশেষ ভাবে উপকৃত হবেন। নতুন ঢালাই রাস্তার নির্মাণের শিলান্যাস হওয়ায় খুশি এলাকার বাসিন্দারা।