অভিজিতকে শুভেন্দু সম্পর্কে সতর্কতা, নতুন পরামর্শ কুণালের

নিজস্ব প্রতিনিধি— প্রাক্তন বিচারপতি তথা বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তমলুক থেকে ভোটে না দাঁড়ানোর অনুরোধ জানালেন তৃণমূল নেতা কুণাল ঘোষ৷ রবিবার নিজের এক্স হ্যান্ডলে তিনি লেখেন, ‘অভিজিৎ গঙ্গোপাধ্যায়, পরিচয় থাকার সুবাদে একটি অনুরোধ আপনি বিচারপতি থাকাকালীন বিতর্কিত৷ ইস্তফা দিয়ে প্রশ্নের মুখে, বিজেপিতে গিয়ে সমালোচিত৷ অনুরোধ, এখনও সময় আছে, ওদের বলে দিন, প্রার্থী হবেন না তমলুকে৷’ আরও লিখেছেন, ‘তৃণমূল জিতবে৷ দু’মাস পর আপনার সব সম্মান নষ্ট হবে৷ যে নিয়ে যাচ্ছে, সে-ও আপনাকে হারাবে৷ তার দলে অনেক বড় নাম সে সহ্য করতে পারে না, বাড়তে দেবে না৷ এখনও সময় আছে, আপনি নির্বাচনী ময়দান থেকে সরে থাকুন৷ পরাজয়ের দিনটি দেখা বড় কঠিন৷ শুভানুধ্যায়ী হিসাবে ভাবতে বললাম৷’ গত রবিবার ব্রিগেড সমাবেশ থেকে তমলুকের প্রার্থী হিসাবে নাম ঘোষণা হয়েছে দেবাংশু ভট্টাচার্যের৷ অপর দিকে বামফ্রন্ট প্রার্থী হিসাবে ওই কেন্দ্রে লড়াই করবেন সিপিএমের আইনজীবী নেতা সায়ন বন্দ্যোপাধ্যায়৷ এবিষয়ে ফোনে অভিজিত গঙ্গোপাধ্যায় বলেন, ‘আপনাকে শুভেচ্ছা৷ পরামর্শের জন্য ধন্যবাদ৷ ভাল থাকবেন৷’ রবিবার তাঁর সঙ্গেই ছিলেন তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তথা হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল বলেন, ‘কে বলেছে? আসলে আমরা পাগলের কথার কোনও জবাব দিই না৷’