• facebook
  • twitter
Saturday, 21 December, 2024

হারাতে হবে তৃণমূল ও বিজেপিকে : সূর্য

সূর্যকান্ত বলেন, জোট বড় কথা নয় মানুষকে নিয়ে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে লড়াই করতে হবে।

সূর্যকান্ত মিশ্র

মালদা, ১৯ মার্চ- আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেসের সাথে বামফ্রন্টের জোট না হওয়া নিয়ে এখনই কংগ্রেসকে কাঠগড়ায় তুলতে নারাজ সিপিআই(এম) নেতা সূর্যকান্ত মিশ্র। তিনি আজ মালদা সিপিআই (এম)। কার্যালয় মিহির দাস ভবনে সাংবাদিক বৈঠক করে এমন মন্তব্য করেন।

এদিন তিনি উত্তর মালদা লোকসভা কেন্দ্র পুরাতন মালদার একটি কর্মী সভায় যোগদান।সেখানে তিনি বলেন, জোট বড় কথা নয় মানুষকে নিয়ে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে লড়াই করতে হবে। আমরা সে বিষয়ে প্রস্তুত রয়েছি। আমরা মানুষের জন্য লড়াই করব। এরপর সেখান থেকে সামসিতে পার্টি সদস্যদের নিয়ে আলোচনা সভায় যোগ দেন। এরপর মালদা জেলা সিপিএম কার্যালয়ে সাংবাদিক বৈঠকে তিনি বলেন যে চারটি আসন নিয়ে কংগ্রেসের সাথে বামেদের সমঝোতা সূত্র ভেস্তে যায়। তা বামফ্রন্টের পক্ষ থেকে এখনো ফাঁকা রাখা হয়েছে। অপেক্ষা করা হবে ২৪ ঘণ্টা। তারপর রাজ্য সম্পাদকমন্ডলির বৈঠকে পরিস্থিতি নিয়ে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে। প্রার্থী ঠিক রয়েছে বামদের। ফলে সমস্যা নেই। বিজেপি ও টিএমসিকে নির্বাচনে পরাজিত করতে ধ্র্ম নিরপেক্ষ শক্তিকে এক হওয়ার ডাক দেন তিনি। দলত্যাগীদের সূর্যবাবু গরু ছাগলের সাথে যেমন তুলনা করলেন তেমনি অনুব্রত মন্ডলকে হরিদাস পাল বলে স ম্বোধন করে তুচ্ছ ব্যক্তিকে নিয়ে কোন মন্তব্য করতে অনিচ্ছা প্রকাশ করলেন।

এদিন সাংবাদিক বৈঠকে তিনি ছাড়াও উপস্থিত ছিলেন জেলা সম্পাদক অমর মিত্র সহ জেলা সিপিএম নেতৃত্ব।