• facebook
  • twitter
Friday, 22 November, 2024

শান্তিনিকেতনে বসন্ত উৎসব পালন পূরবীর

নববর্ষের ক্যালেন্ডারে সুচিত্রা-কণিকাকে স্মরণ নিজস্ব প্রতিনিধি— বসন্তোৎসব ও শান্তিনিকেতন কালক্রমে একে অপরের পরিপূরক৷ সারা বছর নানা ঋতু উৎসবের মাঝে বসন্তোৎসব তার ফুলে, ফলে, গন্ধে বর্ণে এক অপূর্ব পসরা সাজিয়ে অনন্য স্থান লাভ করেছে৷ এই বিশেষ উপলক্ষ্যটিকে উদযাপিত করার জন্য ‘পূরবী’ প্রতিবারের মতো এবারও আয়োজন করেছিল বসন্ত বন্দনার ‘বসন্তোৎসব সেকাল ও একাল’৷ সঙ্গে ছিলেন বিশিষ্ট সঙ্গীত

নববর্ষের ক্যালেন্ডারে সুচিত্রা-কণিকাকে স্মরণ

নিজস্ব প্রতিনিধি— বসন্তোৎসব ও শান্তিনিকেতন কালক্রমে একে অপরের পরিপূরক৷ সারা বছর নানা ঋতু উৎসবের মাঝে বসন্তোৎসব তার ফুলে, ফলে, গন্ধে বর্ণে এক অপূর্ব পসরা সাজিয়ে অনন্য স্থান লাভ করেছে৷ এই বিশেষ উপলক্ষ্যটিকে উদযাপিত করার জন্য ‘পূরবী’ প্রতিবারের মতো এবারও আয়োজন করেছিল বসন্ত বন্দনার ‘বসন্তোৎসব সেকাল ও একাল’৷ সঙ্গে ছিলেন বিশিষ্ট সঙ্গীত ও নৃত্য প্রতিষ্ঠানের শতাধিক শিল্পীরা৷ অনুষ্ঠানের সূচনায় প্রদীপ প্রজ্বলন এবং বরেণ্য শিল্পী কণিকা বন্দ্যোপাধায় ও সুচিত্রা মিত্রের জন্মশতবর্ষ উপলক্ষ্যে একটি বাংলা ক্যালেন্ডারের আবরণ উন্মোচন করা হয়৷ সহায়তায় যথাক্রমে কণিকা বন্দ্যোপাধ্যায় মেমোরিয়াল ট্রাস্ট ও পূরবী৷ অংশগ্রহনকারী বিশিষ্ট জনেদের মধ্যে উল্লেখযোগ্য সঙ্গীতে-মন্দিরা মুখোপাধ্যায়, অর্ণবনীল মুখোপাধ্যায়, ড. সুরজিত রায় (অধ্যাপক বিশ্বভারতী), নৃত্যে শুভাশীষ ভট্টাচার্য্য, সুস্মিতা ভট্টাচার্য্য ও কলাক্ষেএমের শিল্পীরা৷ ড. সুমিত বসু (অধ্যাপক বিশ্বভারতী) এবং কনিনীকা নৃত্যমন্দিরের শিল্পীরা পরিচালনায় নন্দিনী বন্দ্যোপাধায়৷ এছাড়াও আমন্ত্রিত বহু সঙ্গীত ও নৃত্য প্রতিষ্ঠান৷ গ্রন্থনা অশোক মুখোপাধ্যায়৷ সমগ্র অনুষ্ঠানটি পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন মন্দিরা মুখোপাধ্যায়৷ ৩০ মার্চ, পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র (শান্তিনিকেতন), বিকেল ৫ টায় অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান৷ অনুষ্ঠান নিয়ে পূরবীর কর্ণধার মন্দিরা মুখোপাধ্যায় জানান, ‘শান্তিনিকেতনে বসন্ত উৎসব এক ঐতিহ্য৷ তবে সময়ের সাথে, সাথে পরিবেশ বদলেছে৷ আমরা মূলত সেকালের উৎসব কীভাবে হতো এবং এর বিবর্তন নিয়ে গানে, নাচে অনুষ্ঠান সাজিয়েছিলাম৷ আসন্ন বাংলা নববর্ষ উপলক্ষে কণিকা বন্দ্যোপাধ্যায় এবং সুচিত্রা মিত্রের অনেক কম দেখা ছবি দিয়ে ক্যালেন্ডারও প্রকাশ করেছি৷’