• facebook
  • twitter
Friday, 22 November, 2024

বঙ্গোপসাগরে নিম্নচাপ! কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা? দেখে নিন এক নজরে

বুধবার থেকে শুক্রবার পর্যন্ত তিলোত্তমা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে হালকা থেকে মাঝারি বৃষ্টি পাতের সম্ভাবনা রয়েছে।

বঙ্গে বৃষ্টি চলছেই। ভারী বৃষ্টি না হলেও, বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলছে। বঙ্গ থেকে বৃষ্টি বিদায় নিলেও দক্ষিণ-পশ্চিম এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। যার জেরে চেন্নাই থেকে শুরু করে তামিলনাড়ু, পুদুচেরি এবং অন্ধ্রপ্রদেশে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। কলকাতা এবং পার্শ্ববর্তী জেলাতেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা।

তবে বঙ্গে ভারী বৃষ্টি হবে না বলেই জানানো হয়েছে হওয়া অফিসের পক্ষ থেকে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আকাশে কালো মেঘের আনাগোনা দেখা যেতে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায়, আদ্রতাজনিত অস্বস্তির সৃষ্টি হবে।

বুধবার থেকে শুক্রবার পর্যন্ত তিলোত্তমা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে হালকা থেকে মাঝারি বৃষ্টি পাতের সম্ভাবনা রয়েছে। তবে কোন কোন জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা? আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি এবং নদীয়া, এই ৬ টি জেলায় বুধবার থেকে শুক্রবারের মধ্যে হালকা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।