• facebook
  • twitter
Tuesday, 22 October, 2024

কেমন আছেন অনশনরত জুনিয়র চিকিৎসকেরা ?

দীর্ঘ অনশনের জেরে কিডনিতে সমস্যা দেখা দিচ্ছে অনশনরত জুনিয়র চিকিৎসকদের। দেখা মিলছে রক্তচাপের সমস্যাও।শারীরিক সমস্যার দেখা মিলছে।

১০ দিনেরও বেশি সময় ধরে জুনিয়র চিকিৎসকেরা ১০ দফা দাবি কে সামনে রেখে ধর্মতলায় ‘ আমরণ অনশনে’ যোগ দিয়েছেন। ইতিমধ্যেই দীর্ঘ অনশনের জেরে কয়েকজন জুনিয়র চিকিৎসক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন, অনিকেত মাহাতো, অনুষ্টুপ মুখোপাধ্যায়, পুলস্ত্য আচার্য এবং তনয়া পাঁজা। সেনিয়র চিকিৎসকদের পর্যবেক্ষণেই রয়েছেন তারা। জানা যাচ্ছে আপাতত তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল।

 

কিন্তু বাকি অনশনরত জুনিয়র চিকিৎসকেরা কেমন আছেন?

 

দীর্ঘ অনশনের জেরে কিডনিতে সমস্যা দেখা দিচ্ছে অনশনরত জুনিয়র চিকিৎসকদের। দেখা মিলছে রক্তচাপের সমস্যাও। যার জন্য শারীরিক বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে জুনিয়র চিকিৎসকদের। সংজ্ঞা হারিয়ে ফেলছেন কেউ, তো কারুর প্রচণ্ড পেটে ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। তবে যারা এখনো অনশন মঞ্চে বসে অনশন চালিয়ে যাচ্ছেন তাঁদের শারীরিক অবস্থা খুব একটা ভালো নেই বলেই জানা যাচ্ছে। কারুর মাথা ঘুরছে, কারুর রক্তচাপ, এমনকি পালস রেট ওঠানামা করছে অনশনরত জুনিয়র চিকিৎসকদের। অনেকের কিডনির সমস্যাও দেখা দিচ্ছে। তবে তাদের শারীরিক অবস্থার দিকে নজর রাখার জন্য দিনে দুবার করে চলছে তাঁদের শারীরিক পরীক্ষা।

 

জুনিয়র চিকিৎসকদের ১০ দফা দাবি যতদিন না রাজ্য সরকার মানবে ততদিন পর্যন্ত তাঁরা অনশনে অনড় থাকবেন বলে সাফ জানিয়ে দিয়েছেন। প্রথমে অনশনে নেমেছিলেন ৬ জন জুনিয়র চিকিৎসক। অন্যদিকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ২ জন জুনিয়র চিকিৎসক বসেছেন অনশনে। তবে একে একে কিছুজন দীর্ঘ অনশনের জেরে অসুস্থ হয়ে পরেন। কিন্তু তাতে অনশন থেকে পিছপা হননি জুনিয়র চিকিৎসকেরা। ইতিমধ্যেই আরও ৪ জন জুনিয়র চিকিৎসক যোগ দিয়েছেন অনশনে। আগামীদিনে আন্দোলনের ঝাঁজ আরও বাড়বে বলেই হুঁশিয়ারি দিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা।