• facebook
  • twitter
Friday, 18 October, 2024

আজ বিকেলে ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের সমাবেশ

অনশনরত জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতোর অসুস্থ হয়ে পড়তেই আন্দোলনের ঝাঁজ বাড়াল 'ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট'।

অনশনরত জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতোর অসুস্থ হয়ে পড়তেই আন্দোলনের ঝাঁজ বাড়াল ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট’। আজ, শুক্রবার বিকেলে ধর্মতলায় এক সমাবেশের ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। জুনিয়র ডাক্তারদের তরফে আবেদন জানানো হয়েছে, সাধারণ মানুষরাও তাঁদের পাশে দাঁড়িয়ে মানসিক সমর্থন দিক।

এদিকে অনশনরত অবস্থায় বৃহস্পতিবার রাতে অসুস্থ হয়ে পড়েন আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আরজি করে নিয়ে যাওয়া হয়। আপাতত সিসিইউ-তে ভর্তি রয়েছেন তিনি। তাঁর চিকিৎসায় পাঁচ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।

জুনিয়র ডাক্তারদের তরফে দেবাশিস হালদার জানান, সংহতির বার্তা নিয়ে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়ানোর আবেদন জানানো হচ্ছে আপামর জনগণকে। আজ বিকেলের সমাবেশে আসা সাধারণ মানুষদের হাতে আন্দোলনকারীরা জুনিয়র ডাক্তারদের দাবিদাওয়া সম্বলিত লিফলেট তুলে দেওয়া হবে।

এদিকে প্রাথমিকভাবে বিকেলে সমাবেশে কথা জানানো হলেও কোন সময় সমাবেশ শুরু হবে, তা এখনও পুরোপুরি ঠিক নয়। দেবাশিস জানান, বিকেলে ৫টার পর সমাবেশ শুরু হবে। তাঁদের সহযোদ্ধারা জীবন বাজি রেখে আন্দোলন করছেন। তাই আপামর জনগণের উচিত সংহতির বার্তা নিয়ে তাঁদের পাশে দাঁড়ানো।

এদিকে ত্রিধারা সম্মিলনী পুজো মণ্ডপের ভিতরে বিচার চেয়ে স্লোগানের ঘটনায় গ্রেপ্তার হওয়া ৯ জনকে পুলিশি হেফাজতের নির্দেশ দিল আদালত। আদালত তাঁদের আগামী ১৭ অক্টোবর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। পুলিশ তাঁদের ১২ দিনের জন্য হেফাজতে চাইলেও ৮ দিনের হেফাজত মঞ্জুর করা হয়েছে।