• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

কাশ্মীরে মানবাধিকারের ধুয়ো তুলে মোদিকে আকাশসীমা ব্যবহারে ‘না’ পাকিস্তানের

পাক বিদেশ মন্ত্রী শাহ মেহমুদ কুরেশি রেডিও পাকিস্তানে বিবৃতি দিয়ে জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদিকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদি। (File Photo: IANS)

প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদিকে তাদের আকাশসীমায় প্রবেশের অনুমতি দিল না পাকিস্তান। সৌদি আরবে সফরের সময় মােদির ভিভিআইপি বিমান যাতে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে পারে, সেই অনুরােধ করেছিল নয়া দিল্লি। সেই আবেদন নাকচ করে দিয়েছে ইমরান খানের দেশ। কারণ হিসেবে জম্মু কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি তুলে ধরেছে পাকিস্তান।

পাক বিদেশ মন্ত্রী শাহ মেহমুদ কুরেশি রেডিও পাকিস্তানে বিবৃতি দিয়ে জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদিকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান। কুরেশির অভিযােগ, জম্মু-কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। সেই কারণেই পাক আকাশসীমা নিয়ে তাদের এমন সিদ্ধান্ত। কাশ্মীরিদের সমর্থনে রবিবার কালা দিবস পালন করেছে পাকিস্তান।

পাক আকাশসীমা যে নরেন্দ্র মােদিকে ব্যবহার করতে দেয়া হবে না, তা লিখিত আকারে ভারতীয় দূতাবাসকে জানানাে হয়েছে বলেও জানিয়েছেন কুরেশি। আগামীকাল সৌদি আরব সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদি। আন্তর্জাতিক ব্যবসায়িক ফোরামের সঙ্গে বৈঠকের পাশাপাশি সৌদি নেতৃত্বের সঙ্গেও বৈঠক করবেন তিনি।

গত সেপ্টেম্বরে রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় যােগ দিতে আমেরিকা সফরের সময়ও মােদিকে তাদের আকাশ সীমা ব্যবহার করতে দেয়নি পাকিস্তান। ঐ মাসেই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের আইসল্যান্ড সফরের সময়ও একই আচরণ করে তারা।